আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউন্নয়নের খবরডিফেন্স নিউজরাজ্য

বরানগর বিদ্যামন্দিরে সতর্কতা সচেতনতা সপ্তাহ উদযাপন BSE এর উদ্যোগে


পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বরানগর বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে “সতর্কতা সচেতনতা সপ্তাহ” উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী মানস সেনগুপ্তের নেতৃত্বে ও অন্যান্য সহায়ক শিক্ষকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলমান “সতর্কতা সচেতনতা সপ্তাহ”-এর এবারের মূল প্রতিপাদ্য ছিল — “সতর্কতা: আমাদের ভাগ করা দায়িত্ব”। এই উপলক্ষে কলকাতার FVT সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। মোট ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

তাঁদের মধ্যে একাদশ শ্রেণির সোমদীপ দাস প্রথম, একাদশ শ্রেণির শুভম ঘোষ দ্বিতীয় এবং অষ্টম শ্রেণির সূর্য পাত্র তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের বিশেষ অতিথিদের উপস্থিতিতে। অনুষ্ঠানে BSF কলকাতা আঞ্চলিক সদর দপ্তরের ভিজিল্যান্স ইন্সপেক্টর শ্রী উদয় রায় উপস্থিত ছিলেন।

তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে দুর্নীতির ক্ষতিকর প্রভাব সম্পর্কে বক্তব্য রাখেন এবং সকলকে ই-শপথ পাঠ করান। তিনি জানান, দুর্নীতি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম বড় অন্তরায়। তাই প্রত্যেক নাগরিকের কর্তব্য সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া। সভায় নিম্নলিখিত বার্তাগুলি বিশেষভাবে তুলে ধরা হয়েছিল —


১. গর্বিত নাগরিক হিসেবে সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা উচিত।
২. প্রতিক্রিয়া বা ঘুষ লেনদেন থেকে বিরত থাকা আবশ্যক।
৩. সকল সরকারি ও ব্যক্তিগত কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা উচিত।
৪. জনস্বার্থে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে।
৫. নিজস্ব সততা প্রদর্শনের মাধ্যমে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করতে হবে।
৬. দুর্নীতির কোনো ঘটনাই উপেক্ষা না করে সময়মতো কর্তৃপক্ষকে জানাতে হবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা সততার অঙ্গীকারে শপথ গ্রহণ করে এবং “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালনের” প্রতিশ্রুতি দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *