জগদ্ধাত্রী পুজো ও কবি বিনয় এর মূর্তি প্রতিষ্ঠা ঠাকুরনগর অগ্রগামীর

নীরেশ ভৌমিক : বিগত বছর গুলির মত এবারও মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো ও উৎসবের আয়োজন করে ঠাকুরনগরের ঐতিহ্যবাহী অগ্রগামী ক্লাব। গত ২৯ অক্টোবর মহাষ্টমীর সন্ধ্যায় পুজোর উদ্বোধন করেন পাড়ার বাসিন্দা ১১০ বছরের বৃদ্ধা শৈলরানী সরকার।

এদিন নবনির্মিত ক্লাব গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইঘাটা থানার সাহিত্য সাংস্কৃতি প্রেমী অফিসার ইনচার্জ রাখহরি ঘোষ। ক্লাব অঙ্গনে ঠাকুরনগরের গর্ব বাংলা সাহিত্যের কালজয়ি কবি রবীন্দ্র ও সাহিত্য একাডেমী পুরস্কারে ভূষিত বিনয় মজুমদারের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন প্রখ্যাত কবি ও সাহিত্যিক বিভাষ রায় চৌধুরী।

এদিনের আয়োজিত নানা অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি অমিত বিশ্বাস, স্থানীয় শিমুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নিভারানী ঘোষ, উপ-প্রধান রমন দে, প্রাক্তন প্রধান সন্তোষ বৈদ্য, বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি ও গ্রন্থাগারের কর্ণধার দীপক মিত্র, বৈদ্যনাথ দলপতি, শিবেন মজুমদার, বিনয় অনুরাগী বিশিষ্ট শিল্পী আশিস বিশ্বাস, সমাজকর্মী নরোত্তম বিশ্বাস প্রমূখ।

অগ্রগামী ক্লাবের সভাপতি রামকৃষ্ণ গাইন ও সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস আগত সকলকে স্বাগত জানান। সদস্যগণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে দেবী আরাধনা, স্বনামখ্যাত কবির মূর্তি প্রতিষ্ঠা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ সাহিত্য ও সুস্থ সংস্কৃতির প্রসারে শিমুলপুর অগ্রগামী ক্লাবের সদস্যগণের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উদ্যোক্তারা এদিন সুস্থ-সংস্কৃতি ও নাট্যচর্চার প্রসারের প্রতিধ্বনি সংস্থার নাট্য ব্যক্তিত্ব সুশান্ত বিশ্বাস ও ঠাকুরনগর মাইম একাডেমীর পরিচালক চন্দ্রকান্ত শিরালীকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

নানা অনুষ্ঠান ও বহু বিশিষ্টজনের সমাগমে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজিত সমগ্র অনুষ্ঠান সার্থকতা লাভ করে। অনুষ্ঠান পরিচালনায় অন্যতম সদস্য সংস্কৃতিপ্রেমী পার্থপ্রতিম দাসের মুন্সীয়ানা প্রশংসার দাবি রাখে।








