আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরসভা ও সমাবেশ

বিশ্ব মানবাধিকার দিবসে বাগদায় মহিলাদের আর্থ-সামাজিক সুরক্ষার দাবিতে কনভেনশন

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাগদা জুড়ে আজ এক ভিন্ন মাত্রার সাড়া ফেলে দিল মহিলাদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিয়ে আয়োজিত এক বিশেষ কনভেনশন।

‘অ্যাকশান এইট কর্ণাটক প্রজেক্ট’ সেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং ‘সাংবেড়িয়া প্রতিকার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ মহিলা সংগঠনের যৌথ উদ্যোগে বাগদার অজিত দত্ত স্মৃতি লজে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উভয় সংগঠনের সম্পাদক তহমিনা মন্ডল। দিনব্যাপী এই কনভেনশনে মহিলাদের অধিকার, গ্রামীণ মহিলা শ্রমিকদের আর্থ-সামাজিক সুরক্ষা, এবং মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

সভায় বহু বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, এক্স এমএলএ দুলাল বর,বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মন্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সমাজসেবক পরিতোষ কুমার সাহা, পঞ্চায়েত প্রধান সঞ্চিত সর্দার, র্ষীয়ান ক্রীড়াবিদ সুরেন্দ্র দেবনাথ, সাংবাদিক উত্তম সাহা, প্রমুখ।

কনভেনশনের সূচনা হয় এক অনুপ্রেরণা মূলক মিছিলের মধ্য দিয়ে। ব্লকের অসংগঠিত মহিলা শ্রমিকদের একাধিক দাবিদাওয়া সম্বলিত স্লোগানে মুখর হয়ে হেলেঞ্চা, বাগদা, রণঘাট, আষাঢ়ু-সহ বিভিন্ন অঞ্চলের মহিলা সংগঠনের সদস্যরা বাগদা বাজার পরিক্রমা করেন।

মানবাধিকার দিবসের বার্তা ও নারীর অধিকারের গুরুত্ব তুলে ধরতেই ছিল এই প্রতীকী পদযাত্রার মূল উদ্দেশ্য।পরবর্তী পর্যায়ে কনভেনশন স্থলে অনুষ্ঠিত আলোচনা সভা আরও সমৃদ্ধ হয়ে ওঠে বিশিষ্ট অতিথি ও বিভিন্ন সংগঠনের নেতৃত্বদের বক্তব্যে।

তারা গ্রামীণ মহিলা শ্রমিকদের সামাজিক সুরক্ষা, ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, নিরাপদ কর্মপরিবেশ ও সরকারি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বাস্তব সমস্যাগুলি তুলে ধরেন এবং সমাধানের পথ নির্দেশ করেন।

শেষ পর্যন্ত মানবাধিকার দিবসের তাৎপর্য ও মহিলাদের মৌলিক অধিকার রক্ষার সংগ্রামের বার্তা প্রতিধ্বনিত হয় গোটা অনুষ্ঠানজুড়ে। সংগঠনের নেতৃত্বরা জানান, ভবিষ্যতেও মহিলাদের স্বনির্ভরতা ও অধিকার নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *