“নতুন প্রজন্ম ও থিয়েটারের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা চক্র ও আন্তরিক মেলবন্ধনের আড্ডার আয়োজন করলো শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী

নীরেশ ভৌমিক : বিগত ৭ই ডিসেম্বর,২০২৫ শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী প্রতি বছরের ন্যায় আয়োজন করেছিল “নতুন প্রজন্ম ও থিয়েটারের ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা চক্র ও আন্তরিক মেলবন্ধনের আড্ডার। এই আলোচনা চক্রে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নয়টি নাটকদল।

খাঁটুরা চিত্রপট নাট্যদলের পক্ষ থেকে এসেছিলেন নাট্যকার নির্দেশক শুভাশীষ রায়চৌধুরী, অভিনেতা সুরজিত হালদার, অভিনেতা তপন রায়চৌধুরী,গোবর ডাঙ্গা নাবিক নাট্যম থেকে নির্দেশক জীবন অধিকারী, গোবর ডাঙ্গা পড়শী নাট্যদলের নির্দেশক সৌমেন ভট্টাচার্য্য, গোবর ডাঙ্গা নাট্যায়ন থেকে নির্দেশক নারায়ণ বিশ্বাস,

অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী নমিতা বিশ্বাস, অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী সোনালী দাস, গাইঘাটা বাগনা আলো নাট্য সংস্থার নাট্যকার নির্দেশক জয়ন্ত চক্রবর্তী, অশোক নগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দত্ত পুকুর দৃষ্টি নাট্য সংস্থার অভিনেতা ড.মনোজ ঘোষ, ঠাকুরনগর থিয়েট্রিক্স মাইম গ্রুপের নির্দেশক জগদীশ ঘরামি,মাইম অভিনেতা কমল দে

ও শিবম হালদার, হাবড়া নান্দনিকের অভিনেতা তিমির বিশ্বাস ও পার্থ দাস, শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠীর নাট্যকার নির্দেশক দিলীপ ঘোষ, অভিনেত্রী মাধুরী ঘোষ, অভিনেতা সুব্রত দাস, অভিনেত্রী বিউটি সর্দার,মলয় বিশ্বাস, বাপী দাস, মিঠু রায়, গৌতম হালদার, রবীন্দ্রনাথ সরকার,মুন্নী বিশ্বাস।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আশিস কুমার ঘোষ এবং নীরেশ ভৌমিক। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান শিক্ষক ও অভিনেতা ড.মনোজ ঘোষ মহাশয়। সঙ্গে নৃত্য পরিবেশন করে মুন্নী বিশ্বাস। এরপর শুরু হয় আলোচনা চক্র “নতুন প্রজন্ম ও থিয়েটারের ভবিষ্যৎ”শীর্ষক আলোচনা।

আলোচনায় মনোজ বাবু বলেন – অভিনেতা ও শিক্ষক হয়ে নিজে এবং বহু ছাত্রছাত্রীদের থিয়েটারের কাজ করাচ্ছি এবং করছি। মনে হয় এই প্রচেষ্টা থিয়েটারের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। সৌমেনবাবু বলেন-আমরা যেভাবে থিয়েটারের কাজ করছি, তাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু থিয়েটারে শিক্ষানবিশদের প্রতি আরো আন্তরিক হতে হবে।

জীবনবাবু শীর্ষক আলোচনাকে কিছুটা এড়িয়ে গিয়ে বলেন -যার যার থিয়েটার স্বমহিমায় ধরে রাখতে পারলেই ঠিক আছে,এর বেশি প্রয়োজন নেই। পরিচালক শুভাশীষ রায়চৌধুরী বলেন-থিয়েটারে ছোট বড় ভেদাভেদ কমতে হবে। ছোটরা যেমন বড়দের থেকে শিখবে, তেমনি বড়দের ও ছোটদেরকে ভীষণ আন্তরিক ভাবে শেখাতে হবে, বোঝাতে হবে, তাহলে থিয়েটারের স্বমহিমা। অভিনেতা তিমির বিশ্বাস বলেন -আমরা থিয়েটারের কথা ভাবলেই থিয়েটার তার গতিতে চলবে,এটাই তার ভবিষ্যত।

সাংবাদিক নীরেশ ভৌমিক বলেন -আপনারা থিয়েটার করেন আর আমরা সেটা দেখি।আমরা সেটা দেখে মুগ্ধ হলে থিয়েটারের স্বার্থকতা, থিয়েটারের ভবিষ্যৎ উজ্জ্বল। অভিনেতা তপন রায়চৌধুরী বলেন -থিয়েটারে শিল্পের উৎকর্ষতার সঙ্গে শিল্পীর মর্যাদা ঠিক থাকলে থিয়েটার তার ভবিষ্যত স্বমহিমায় দেখবে। পরিচালক জয়ন্ত চক্রবর্তী বলেন -থিয়েটারের ভবিষ্যত উজ্জ্বল করার জন্য স্কুল থিয়েটারের উপর গবেষণা করছি নূতন জেনারেশন তৈরি করার জন্য।

সবাই এমনভাবে ভাবলে থিয়েটার আরো পাঁচ হাজার বছর পার করে ফেলবে।মাইম পরিচালক জগদীশ ঘরামি বলেন -থিয়েটারে যেমন সোনার চামচ নিয়ে জন্ম নিয়ে থিয়েটারে প্রাণ ঢেলে দিচ্ছে, তেমনি সারা দিন গায়ের ঘাম পায়ে ফেলে রোজগার করে এনে পরিবার বাঁচিয়ে থিয়েটারে প্রাণ ঢেলে দিচ্ছে।এই খেটে খাওয়া মানুষের লড়াই এর অস্তিত্ব রক্ষা হলে থিয়েটারের ভবিষ্যৎ আরও উজ্জ্বল।

সর্বকনিষ্ঠ বক্তা অভিনেতা সুরজিত হালদার বলেন -আমি একজন জুনিয়র অভিনেতা। আমি যদি আমার সিনিয়রদের শিক্ষাগুরু ভেবে নিতে পারি এবং সবাই সেই ভাবনা নিয়ে এগিয়ে চলে, তাহলে থিয়েটারের গৌরব অনেক গুন গিয়ে থিয়েটারের ভবিষ্যৎ জ্বল জ্বল করবে। সর্বশেষে নাট্যকার নির্দেশক দিলীপ ঘোষ বলেন -যে কোনো কঠিন কাজে সফল হতে হলে বাঁধার পর বাঁধা আসবে। থিয়েটারে সেই বাঁধা অনেক বেশি।

সেই বাঁধা অতিক্রম করতে একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে না দিয়ে একে ক্ষতির চেষ্টা করে, তাহলে থিয়েটারের ভবিষ্যৎ মুখ থুবড়ে পড়তে বেশি দিন সময় লাগবে না। তিনি আহ্বান করেন, আগামীত দশটি দল নয়, একশোটি দল এক হয়ে কাজ করি। অনুষ্ঠানে থিয়েটারের গান পরিবেশন করেন দিলীপ ঘোষ, মনোজ ঘোষ, জীবন অধিকারী। আবৃত্তি পরিবেশন করেন নীরেশ ভৌমিক।

সঙ্গীত পরিবেশন করেন নমিতা বিশ্বাস, সোনালী দাস, আশিস কুমার ঘোষ এবং জয়ন্ত চক্রবর্তী। সবশেষে শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মদিনে তার আদর্শকে অনুসরণ করতে সকল থিয়েটার নিয়ে পরিবেশন করেন “একবার বিদায় দে মা ঘুরে আসি”।এই পরিবেশনে আপ্লুত হয়ে পড়েন সকল শিল্পীরা। সেই সঙ্গে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক নাট্যকার নির্দেশক দিলীপ ঘোষ।








