গাইঘাটার মধুসূদনকাঠি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে সকল পড়ুয়ার জন্মদিন পালন

নীরেশ ভৌমিক : গাইঘাটা পূর্ব চক্রের মধুসূদন কাটি প্রাথমিক বিদ্যালয়ে গত ৩১ ডিসেম্বর শিক্ষাবর্ষের শেষ দিনে উপস্থিত সকল শিক্ষার্থীগনের জন্মদিন পালন করা হয়।শিক্ষিকা কল্পনা পালের উদ্যোগে ও বিদ্যালয়ে সকল শিক্ষক-শিক্ষিকাগনের ব্যাবস্থাপনায় মহাসমারোহে জন্মদিনের উৎসব উদযাপিত হয়।

শিক্ষক ও শিক্ষার্থীগন সকাল থেকেই স্কুলগৃহ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সঙ্গে রঙ-বেরঙের বেলুন ও ফিতায় বিদ্যালয় অঙ্গন সজ্জিত করেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন,অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমজসেবি বর্ষীয়ান কালিপদ সরকার,

বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য স্বপন ঘোষ,শিক্ষানুরাগী ডাঃ নারায়ণ চন্দ্র বৈদ্য, সাংবাদিক তপন মন্ডল প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশীথ ঘোষ সকলকে স্বাগত জানান। সকলের উপস্থিতিতে মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও কেক কাটা হয়।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কল্পনা দেবী।

সকল পড়ুয়াদের হাতে জন্মদিন উপলক্ষে পেন ও লজেন্স তুলে দেওয়া হয়।শিক্ষিকা কল্পনা দেবী জানান,বিগত চার বছর যাবৎ বছরের শেষ দিনে সকল ছাত্র ছাত্রীর জন্মদিন একসাথে পালন করা হচ্ছে।

পড়ুয়াগন পরিবেশিত সংগীত,আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানে উৎসব অঙ্গন মুখরিত হয়ে ওঠে।মধ্যাহ্নে সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন শিক্ষিকা কল্পনাদেবী।










