ডায়মন্ড হারবারের নলেজ সিটিতে অনুষ্ঠিত হল পৌষ মেলা

নীরেশ ভৌমিক : ৪ জানুয়ারী ২০২৬ কবিতীর্থ সাহিত্য পত্রিকা আমন্ত্রিত ছিল ডায়মন্ড হারবারের নলেজ সিটিতে পৌষ মেলায়। কবিতীর্থ সাহিত্য পত্রিকা কে নলেজ সিটির সোনাঝুরি মঞ্চে আহবান করার পরে, কবি তীর্থ সাহিত্য পত্রিকার সম্পাদক- বরুন হালদার এই এডুকেশন হাবের প্রাণপুরুষ মানবতার পূজারী আব্দুর রব মহাশয় কে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,

কলকাতার উপকণ্ঠে দ্বিতীয় শান্তিনিকেতন, যেখানে শিক্ষার্থীরা সবুজ প্রকৃতির কোলে বসে শিক্ষা গ্রহণের সুযোগ পায়, শিক্ষার এমন সুন্দর ব্যবস্থা উপহার দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কবিতীর্থ সাহিত্য পত্রিকাটি তার হাতে উপহার হিসেবে তুলে দেন।

কাব্য-কথায় নলেজ সিটির যে পত্রিকাটি প্রকাশিত হয় পৌষ মেলায় এই পত্রিকায় সম্পাদক বরুন হালদারের প্রবন্ধ ও সম্পাদিকা অনিন্দিতা দত্তরায় এর কবিতা প্রকাশিত হয়েছে। কবিতীর্থ সাহিত্য পত্রিকার অনুষ্ঠান শুরু হয় পত্রিকার টাইটেল সং দিয়ে, সংগীত পরিবেশন করেন পত্রিকার প্রকাশিকা- শ্রীমতি ইতি হালদার, সহ-সম্পাদিকা অনিন্দিতা দত্তরায় ও দোলা পাল।

নৃত্য পরিবেশন করে কমলিকা পাল, বাকি সদস্যরা স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন। বরুণ হালদারের মনোবিম্ব নাটকের বইয়ের বিয়ের “ফুল” নাটক পরিবেশন করেন পার্থ মন্ডল ও অনিন্দিতা দত্ত রায়।

সবশেষে কবি তীর্থ সাহিত্য পত্রিকার সকল সদস্যদের সমবেত বন্দেমাতরম সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নলেজ সিটির পক্ষ থেকে কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রত্যেক সদস্যকে সম্মাননা দেওয়া হয়।










