গোবরডাঙার সংস্কৃতি কেন্দ্রে সাড়ম্বরে শুরু হল রঙ্গ সংস্কার থিয়েটার গ্রুপ এর নাট্যধারা

নীরেশ ভৌমিক : রাজস্থানে রঙ্গ সংস্কার থিয়েটার গ্রূপ ও গোবরডাঙা নকস্টার ব্যবস্থাপনায় নাট্যধারা,গোবরডাঙা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে নকসা পরিচালিত গোবরডাঙার সংস্কৃতি কেন্দ্রে। গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় আয়োজিত নাট্যধারা উৎসবে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন,

বর্ষীয়ান নাট্য পরিচালক প্রবীর গুহ,নাট্য ব্যক্তিত্ব রাজা গুহ,নকসার কর্নধার আশিস দাস ও বিশিষ্ট নাট্যাভিনেতা জীবন অধিকারী এবং রঙ্গ সংস্কার গ্রুপের কর্ণধার দেশরাজ মীনা ও দীপান্বিতা বণিক দাস প্রমুখ।

আয়োজিত ন্যাটোৎসবের সূচনায় এদিন নকসার শিশু শিল্পীগন পরিবেশন করে তিতলি চক্রবর্তী নির্দেশিত মজার নাটক গল্পবুড়ো। কচি-কাঁচাদের দূরন্ত অভিনয়ে সমৃদ্ধ নাটকটি দর্শক মন্ডলীর উচ্ছসিত প্রশংসা লাভ করে।

এদিনের দ্বিতীয় নাটক আই,আই,এম সিওমেনস পিস কাউন্সিল প্রযোজিত এবং বিশিষ্ট নাট্য পরিচালক অনিরুদ্ধ ভট্টাচার্য নির্দেশিত গ্রাম্য মহিলাদের অভিনয়ে সমৃদ্ধ মঞ্চসফল নাটক চন্ডালিকা। এদিনের পরিবেশিত নাটক দুটি সমবেত দর্শকগন বেশ উপভোগ করেন।

নাট্যৎসবের অন্যতম পরিচালক মোনালিসা দাস জানান,আয়োজিত নাট্যৎসবে মোট ৩০খানি নাটক মঞ্চস্থ হবে। এবারের নাট্যধারার উৎসব চলবে আগামী ৩১সে জানুয়ারি অবধি।

আয়োজিত নাট্যৎসবকে ঘিরে গোবরডাঙা সহ জেলার নাট্যপ্রেমী মানুষজনের মধ্যে বেশ উৎসাহ ও অগ্রহ পরিলক্ষিত হচ্ছে।










