রবীন্দ্র-নজরুল তিরোধান দিবস উদযাপন কবিতীর্থ সাহিত্য পত্রিকার ব্যবস্থাপনায়

নীরেশ ভৌমিক :- ১৭-০৮-২০২৫ কবিতীর্থ সাহিত্য পত্রিকার ব্যবস্থাপনায় রবীন্দ্র নজরুল তিরোধান দিবস পালিত হয়েছে দত্তপুকুর উত্তর ২৪ পরগনা, তিথি অনুষ্ঠান গৃহে।

এই দিন বিকেল তিনটার থেকে কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রাণপুরুষ বিশিষ্ট কবি, গীতিকার, নাট্যকার, বরুন হালদার মহাশয় এর তত্ত্বাবধানে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো রবীন্দ্র নজরুল তিরোধান দিবস।

রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামকে নিয়ে বরুণ হালদার মহাশয়ের লেখা গান, ইতি হালদারের সুরে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ষীয়ান কবি অশোক মুখোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব ডাঃ মনোজ ঘোষ, প্রতীকী পত্রিকার সম্পাদক সুনীল চক্রবর্তী,

সম্পা গুপ্ত, কাকলি চ্যাটার্জি, মুনমুন চক্রবর্তী সেন, তুহিনা হক, পাপিয়া মন্ডল, সুতপা চক্রবর্তী, শ্রীতমা ঘোষ, আর্চসমিতা জানা, নুপুর দাস, কাকলি চ্যাটার্জি, টুকুন বড়ুয়া আরো অনেকে।

কবিতীর্থ সাহিত্য পত্রিকার সভাপতি দীপক জয়ধর ও সহ-সম্পাদক পার্থ মন্ডলের তাৎপর্যপূর্ণ বক্তব্যের সাথে সাথে সহ-সম্পাদিকা দত্ত রায়ের সঙ্গীতে মুখরিত হয়েছে অনুষ্ঠান গৃহ।

কবিতীর্থ সাহিত্য পত্রিকার প্রকাশিকা শ্রীমতি ইতি হালদার মহাশয়ার গানের স্কুল রাগচক্র সঙ্গীতায়ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সুমধুর সংগীত পরিবেশন করেছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবিতা সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ হালদার মহাশয়।

তাঁকে রবীন্দ্র নজরুল অনুষ্ঠান নিয়ে প্রশ্ন করলে, রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামকে নিয়ে তাঁর লেখা গানের লাইন তুলে ধরলেন “প্রভাতের আলোয় রবীন্দ্রনাথ নজরুল জোছনায় দুজনার চেতনার আলো মানবতার গান গায়”।









