যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী উদযাপন চাঁদপাড়ার চাকুরিয়া কিশলয় সংঘের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপন করে চাঁদপাড়ার চাকুরিয়া কিশলয় সংঘের সদস্যরা। উক্ত দিবসের সকালে ক্লাব অঙ্গনে স্বামীজির প্রতিকৃতিতে ফুলমালা অর্পন করে শ্রদ্ধা জানান অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক, ক্লাব সম্পাদক দেব প্রসাদ বালা, সদস্য সাগর রায়,
মিন্টু সরকার প্রমুখ। স্বামীজির জীবন, বানী ও আদর্শের উপর আলোকপাত করেন, শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক। তিনি স্বামীজির শিকাগো বক্তৃতা ও স্বদেশমন্ত্র পাঠ করে শোনান। ক্লাব সদস্য সাগর রায়ের সঞ্চালনায় কিশলয় সংঘ আয়োজিত এদিনের স্বামীজি স্মরণ অনুষ্ঠান বেশ প্রানবস্তু হয়ে ওঠে।