জেলার খবর

অনুষ্ঠানে অনুষ্ঠানে সার্থক ঠাকুরনগরের ‘পরশ’ সাংস্কৃতিক উৎসব

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংস্থা পরশ সোসাল এন্ড কালচারাল অর্গানাইজেশন আয়োজিত দু’দিন ব্যাপী বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় গত ১৯-২০ জানুয়ারি। ১৯ জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরনগর খেলার মাঠের সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন করে ১২ তম বার্ষিক পরশ সাংস্কৃতিক উৎসবের সূচনা করেন, অবসর প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজকর্মী গোবিন্দ ঘটক।

উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুকাভিনেতা রতন চক্রবর্তী, সংগীত শিল্পী ঝর্না মণ্ডল, সাংস্কৃতি প্রেমী বিদ্যুৎ মণ্ডল প্রমুখ। সংস্থার কর্ণধার প্রখ্যাত মুফাভিনেতা শাশ্বত বিশ্বাস উপস্থিত সকল বিশিষ্ট জনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সেই সঙ্গে আয়োজিত উৎসবের সম্পর্কিতা সাফল্য কামনা করেন।

উদ্বোধনী দিনে সংস্থার সদস্যগন নৃত্য ও আবৃত্তি, মুকাভিনয় ও সংগীত পরিবেশন করেন। এদিন বিশিষ্ট মুকাভিনেতা শাশ্বত বিশ্বাসের নির্দেশনায় পরশের কুশীলবগণ পরিবেশন করেন মুকাভিনয় চণ্ডালিকা। হালি শহরের রং তাল থিয়েটার পরিবেশিত মুকাভিনয় চিনসুরা এবং মাইম সার্কেল পরিবেশিত মুকনাটক ‘নবান্ন’ সমবেত দর্শকের প্রশংসালাভ করে।

সংস্থার উৎসবের দ্বিতীয় দিনে, পরশ সংস্থার একক মুকাভিনয় ছাড়াও ছিল মছলন্দপুরের ইমন মাইম সেন্টারের পরিচালক ধীরাজ হাওলাদারের নির্দেশনায় মুকাভিনয়। চারঘাটের অরবিন্দ হাজরার নির্দেশনায় পরিবেশিত মূকনাটক ” এ কেমন দুনিয়া’, গোবরডাঙার মৃদঙ্গম এর বিশিষ্ট নৃত্যশিল্পী মৌমিতা দত্ত বণিক পরিবেশিত মনোজ নৃত্যানুষ্ঠান সমবেত দর্শক মণ্ডলীকে মুগ্ধ করে।

সবশেষে ঠাকুরনগরের অনুরঞ্জন নাট্য সংস্থার পরিচালক মিন্টু মজুমদারের নির্দেশনায় মঞ্চস্থ হয় সালের ভালো লাগার নাটক ‘অপারেশন মগজ’। সবকিছু মিলিয়ে ১২ তম বর্ষের ‘পরশ’ সাংস্কৃতিক উৎসব -২০২৩ এলাকায় খুব সাড়া ফেলতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *