বিএসএফ এবং এনজিও-এর জন-সচেতনতা মূলক চলমান যৌথ কর্মসূচি
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা ব্লকে সুনামের সাথে কর্মরত বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের আই.সি ইন্সপেক্টর বিনোদ কুমার-এর এ.এইচ.টি.ইউ টিম এবং চাইল্ড লাইন অ্যান্ড মেট এনজিও আষাঢ়ু এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হল এক জন-সচেতনতা মূলক চলমান কর্মসূচি।
অনুষ্ঠানটিতে স্বতঃস্ফুর্ত অংশ গ্রহন করে বাগদাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষক, স্কুলের কর্মচারীবৃন্দ হরিহরপুর গ্রামের সদস্য আম্মুউদ্দিন ও আশে পাশের গ্রামের অসংখ্য মানুষেরা।
ইন্সপেক্টর বিনোদ কুমার মানব পাচারের বিষয়ে সমস্ত অংশগ্রহণকারীদেরকে বাল্য বিবাহের মতো সামাজিক কলঙ্ক, শিশু নির্যাতনের কলঙ্ক, শিশু শ্রমিক এবং সমাজে লিঙ্গ বৈষম্য, লিঙ্গ ব্যবধান, লিঙ্গ অপরাধ লঙ্ঘন, জাতিগত বৈষম্যের বিষয়ে অবহিত করেন এবং এই ধরনের কার্যকলাপ সম্পর্কে বিশেষ জ্ঞান প্রদান করেন।
সেই সাথে ব ইন্সপেক্টর সাহেব সীমান্ত জনসংখ্যার নিরাপত্তার জন্য এ.এইচ.টি.ইউ টিমের লক্ষ্য সম্পর্কে অবহিত করেন।