আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, প্রত্যেক বছরের মতো এবছরও দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবছর এই অনুষ্ঠানটি আয়োজিত হল ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র ‘শিল্পশালা’য়।
নিতান্তই স্বল্প আয়োজন ও অল্প পরিসরে অনুষ্ঠান টি শুরু হলেও “দৃষ্টির” ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণ ও গুণীজন সমাগমে অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায়, শিশু শিল্পীদের পাশাপাশি উপস্থিৎ অনেকেই নৃত্য, সংগীত এবং মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ে তাদের মূল্যবান বক্তব্য রাখেন । পশ্চিমবঙ্গের মফস্বল অঞ্চলের নাট্যদল গুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা যথেষ্ট সুনামের সঙ্গে তাদের নাট্য চর্চা চালিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘ প্রায় ৩২ বছর ধরে।
অনুষ্ঠানের শেষে দৃষ্টির কর্ণধার মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য আগামী দিনে তাদের শিশু নাট্য কর্মশালার দিন ঘোষণা করেন এবং উপস্থিত অভিভাবকদের কাছে আবেদন রাখেন পড়াশোনার পাশাপাশি তারা তাদের ছেলে মেয়েদেরকে নাটক এবং শিল্পচর্চায় আরও বেশি করে যেন উৎসাহী করে তোলে। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রত্যেকের জন্য নৈশভোজের ব্যবস্থাও করা হয়।