পরিবার মৃত্যুবার্ষিকী পালন করে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গত ২০১৭ সালের ২৮ এ ফেব্রুয়ারি গোবরডাঙার এষা পরিবার তাদের বাবা শিক্ষক সমাজমনষ্ক ব্যাক্তিত্ব হরিপদ দে কে হারান । সেই তারিখটা র মাহাত্মকে স্মরণে রেখে মৃত্যুকালে কেবল তাঁর কর্ণিয়া ও দেহদানেই নিজেদের দায় ঝেড়ে ফেলেননি এই পরিবার ।
মৃত্যুবার্ষিকী সেই থেকেই পালন করে আসছেন জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে । আজও সরকারি তরফে বিজ্ঞান মনস্কতা প্রসারে কাগজে কলমে কিছু উদ্যোগ ক্ষেত্র বিশেষে থাকলেও শিশু কিশোর মনে তার গুরুত্ব উপলব্ধি করানোর প্রচেষ্টা তেমন নজরে পড়ে না সেখানে হরিপদ দে মহাশয়ের পরিবার প্রতিবছর প্রত্যন্ত অঞ্চলে ছাত্র ছাত্রীদের ও তাদের
অভিভাবকদের মধ্যে এই দিবসের তাৎপর্য ও এই দিন পালনের গুরুত্ব বোঝাতে বিজ্ঞান মনস্কতা প্রসার, পরিবেশ ও স্বাস্থ্য চেতনা বৃদ্ধি, জীববৈচিত্র্য রক্ষার প্রয়োজন উপলব্ধি করানোর তাগিদ থেকেই উদ্যোগ আয়োজন করা হয় । এই আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে বিভিন্ন সময়ে প্রিজম এর সাথে এষণা পরিবার, WWF, WBSU, IBRAD ও স্থানীয় ব্লক ও পঞ্চায়েত যুক্ত থেকে আয়োজন কে যথোপযুক্ত করে তোলে ।
এই বছর শ্রী হরিপদ দে মহাশয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপাড়ার BDO অফিস সংলগ্ন সানা পাড়া এলাকায় স্থানীয় SC -ST WELFARE ASSOCIATION এর অঙ্গনে তাদের সহযোগিতায় আয়োজিত হয় জাতীয় বিজ্ঞান দিবস পালনের কর্মসূচি ।
নোবেলজয়ী বিজ্ঞানী সি ভি রমন এর রমন এফেক্ট এর নেপথ্যে তার কৌতুহলী মন ও প্রশ্নমূখীনতা যেভাবে কাজ করায় ডক্টরেট না হয়েও নোবেল পুরস্কার লাভ করেছেন তিনি সেই প্রশ্ন করা কৌতুহলী হয়ে ওঠার জন্য যেকোনো অন্ধত্ব দূর করার প্রয়োজনীয়তার কথা উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে তুলে ধরেন ।
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ও হরিপদ দে র স্নেহভাজন ডাক্তার রাধাপদ মন্ডল, হরিপদ বাবুর যোগ্য সহধর্মিনী শ্রীমত্যা ঝর্ণা দে, ড: এস পি দত্ত, মধুসূদন কাটি কোন অপারেটিভ স্যোসাইটির কর্ণধার শিক্ষক কালীপদ সরকার, ঢাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূগোল এর
বিভাগীয় প্রধান ড: তৌহিদুল ইসলাম , প্রিজম এর ডিরেক্টর সমাজ মনস্ক নৃতত্ববিদ ড: অনিরুদ্ধ দে, শিক্ষক ও পরিবেশ আন্দোলনের মুখ অরিন্দম দে , প্রকৃতি প্রেমী আশিস দাঁ প্রমূখের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন, প্রতিকৃতিতে মাল্যদান স্মৃতিচারণ , দিনের তাৎপর্য বিশ্লেষণ সহ সাধারণ মানুষের ভূমিকা পালনে করণীয় বিষয়ে আলোচনা হয় ।
এদিনে সমস্ত আলোচনার বিষয়বস্তুর মূল ভাবনাকে একত্রিত করে উপস্থিত সমস্ত বয়সের সাধারণের সামনে কুসংস্কার বিরোধী যুক্তি ভিত্তিক এক অনুষ্ঠান ও সাপ সম্পর্কিত কিছু মূল্যবান ও আকর্ষণীয় আলোচনায় সকলের কাছে দিনটি উদযাপনের গুরুত্ব তুলে ধরেন শিক্ষক বিজ্ঞান কর্মী অরিন্দম দে ও অঞ্জনা দে ।
প্রকৃতি প্রেমী আশিস দাঁ পাখি চেনা ও আকাশ চেনার আকর্ষণীয় ভিডিও প্রদর্শন করে সকলের কাছে বিষয়টির প্রতি কৌতুহলী করে তোলেন । সমগ্র অনুষ্ঠানটির বিষয়গত মূল্যায়নের মধ্য দিয়ে সুচারু সঞ্চালনায় প্রাণবন্ত রাখেন প্রিজমের কর্ণধার ড: অনিরুদ্ধ দে ।