সমাপ্ত হল ঠাকুর নগরের ঐতিহ্যবাহী বারুনী মেলা
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে তারক বিশ্বাসের রিপোর্ট : কোলা, গত রবিবার ২০২৩-এ শুরু হয় ঠাকুর নগরের ঐতিহ্যবাহী বারুনী মেলা।
হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্ম তিথি উপলক্ষ্যে ঠাকুর নগরে শুরু হয় বারুনী মহামেলা মেলা। এই মেলা উপলক্ষ্যে দেশের নানা প্রান্ত থেকে উপস্থিত হয় অসংখ্য মতুয়া দল।
উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, আন্দামান এবং বাংলাদেশের গোপালগঞ্জ থেকে এবারও দল এসেছে উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে মতুয়া ধর্মের গুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথি উপলক্ষ্যে জয়ডঙ্কা, কাসর, বিজয় নিশান নিয়ে হরিনাম সংকীর্ত্তনের মধ্য দিয়ে চলে মতুয়াদের আরাধনা।
অনুষ্ঠানে আসেন গোঁসাই, দলপতি সহ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই মেলাতে, ঠাকুর নগরে মহা বারুনী মেলাতে ভক্তদের সেবায় এবারও নিয়োজিত ছিল ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশনের ফ্রি মেডিকেল ক্যাম্প। এই মেডিকেল ক্যাম্প সমৃদ্ধ হয় বিশিষ্ট চিকিৎক বাগদা হাসপাতালের বি.এম.ও.এইস ডাঃ প্রনব মল্লিক, বিশিষ্ট চিকিৎক ডাঃ মৃণাল শিকদার সহ অনেক ডাক্তারবাবুর উপস্থিতে। এছাড়াও উপস্থিত ছিলেন আসংখ্য সম্মানীয় গুণী মানুষেরা।