বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপনের মাধ্যমে সমাপ্ত হল ৩৬তম বর্ষের শিল্পাঞ্জলি উৎসব
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, একুশে মার্চ বিশ্ব পুতুল নাট্য দিবস উদযাপনের সাথে সাথে সমাপ্ত হল ৩৬তম বর্ষের শিল্পাঞ্জলি উৎসব। এদিনের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিল্পাঞ্জলির নবতম প্রযোজনা ‘ভারত পথিক’।
ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, রবীন্দ্র নাথ ঠাকুরের ভাষায় যিনি ভারত পথিক – ধর্ম ,সমাজ সংস্কার এবং পাশ্চাত্য শিক্ষা প্রসারে যার কৃতিত্বের চিরস্মরণীয় তাঁর আড়াইশ জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পাঞ্জলির শ্রদ্ধার্ঘ পুতুল নাট্য ‘ভারত পথিক’।
পুতুল নাট্য তে ঐতিহ্যবাহী দন্ডপুতুল, সুতোপুতুল এবং ছায়া পুতুলের ব্যবহার উপস্থিত দর্শক বন্ধুদের চমৎকৃত করেছে।।শিল্পাঞ্জলির পুতুল শিল্প কলা বিভাগের পরিচালক শ্রী শঙ্খব্রত বিশ্বাস অসাধারণ ভাবে বর্তমান সময়ে ঊনবিংশ শতাব্দীকে তুলে ধরেছেন এই পুতুল নাটকের মাধ্যমে।
শিল্পাঞ্জলির পুতুল শিল্প কলা বিভাগে শিক্ষিকা সোমা মজুমদার এর গবেষণালব্ধ সংলাপ পুতুল নাট্য টিকে একটি অন্য মাত্রা এনে দিয়েছে। রামমোহন রায়ের মতো ব্যতিত্ব কে পুতুল নাট্যের মাধ্যমে পরিবেশন সত্যি ই প্রশংসার দাবি রাখে – এমন অভিমত ব্যক্ত করেছেন প্রায় সকল দর্শক বন্ধুরা।
এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বেনী পুতুল। পরিবেশন করলেন মেদিনীপুর জেলার প্রান্তিক শিল্পী রামপদ ঘড়ুই , প্রান্তিক শিল্পী হওয়া সত্ত্বেও যার হাত ধরে আজ এই বিশেষ দেশজ শিল্পকলা বিশ্ব দরবারে আদৃত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ছিল ৩৬ তম বর্ষের শিল্পাঞ্জলি উৎসবের স্মারক পুস্তিকা প্রকাশ।
পুস্তিকার আবরণ উন্মোচন করেন গোবরডাঙ্গা হিন্দু কলেজের অধ্যক্ষ ডঃ হরেকৃষ্ণ মন্ডল। অন্যান্য অতিথিদের আসন অলঙ্কৃত করেন ইছাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী অশোক পাল, শিল্পায়নের নির্দেশক নাট্য ব্যক্তিত্ব শ্রী আশিষ চ্যাটার্জী, সাংবাদিক শ্রী অলোক বিশ্বাস, সাংবাদিক শ্রী সরোজ চক্রবর্তী, এবং সাংবাদিক শ্রী ইন্দ্রজিৎ আইচ প্রমুখ।
অতিথি দের স্বগত ভাষণে উঠে আসে শিল্পাঞ্জলির দীর্ঘ মেয়াদী সাংষ্কৃতিক কর্মকান্ডের সাথে সাথে পুতুল শিল্পকলার মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পমাধ্যম নিয়ে শিল্পাঞ্জলির চর্চা ও তার প্রচার ও প্রসারের এই প্রয়াস নব প্রজন্মের কাছে একটি নতুন বার্তা নিয়ে আসবে।
দর্শক বন্ধুদের করতালি ও সাধুবাদে প্রশংসিত হয় শিল্পাঞ্জলির নিবেদন। উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে সংস্থার সম্পাদক শ্রী মলয় কুমার বিশ্বাস পূর্ণ প্রেক্ষাগৃহে ৩৬ তম শিল্পাঞ্জলি উৎসবের সমাপ্তি ঘোষণা করেন।