জেলার খবরবিনোদনরাজ্য

যুব উৎসব হল হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : নেহেরু যুব কেন্দ্র সংগঠন , যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আজ যুব উৎসবের আয়োজন করল হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় । মোট ৫ টা ইভেন্টের মধ্য দিয়ে এক দিনের এই উৎসবের সমাপ্তি ঘটে ।

প্রতিযোগিতা মূলক ইভেন্ট গুলির মধ্যে ছিল , তরুণ শিল্পীদের চিত্রাঙ্কন , তরুণ লেখক প্রতিযোগিতা , কবিতা , ফটোগ্রাফি কর্মশালা সহ জেলা সাংস্কৃতিক উৎসবের আয়োজনে ছিল দলগত নৃত্য ( অংশ গ্রহনকারী সর্বনিম্ন ৫ থেকে ১০ জন ) ।

জানা গেছে সমস্ত ইভেন্টের জন্য ১৫ থেকে ২৯ বছর বয়সী যুবক অংশ গ্রহনের উপযোগী হবে এবং তাৎক্ষনিক বক্তৃতার জন্য ভাষা অবশ্যই ইংরেজী অথবা হিন্দী , সময় ৭ মিনিট বেঁধে দেওয়া হয় । এখানে বিশেষ ভাবে উল্লেখ্য , প্রতিটি ইভেন্টের জন্য ছিল ৩ জন করে বিচারক ।

প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে বিবেচিত ছিল । জানা গেছে , ইভেন্ট গুলিতে বিচারকদের তালিকায় ছিলেন , সমীর সেন , জহিরুল ইসলাম , তপন কান্তি বসু , অধীর রায় , চন্দন বিশ্বাস , শ্রীমতি সৃজনী রায় , কৌশিক সাউ , রাতুল তরফদার , শ্রীমতি লতিকা প্যাটেল , শ্রীমতি ঈশানী রায় , শ্রীমতি বিদিশা বিশ্বাস প্রমূখ ।

ইভেন্ট বিজয়ীদের জন্য ছিল ৫০০ , ৭৫০ , ১০০০ , ১২৫০ , ২০০০ , ২৫০০ ও ৫০০০ করে নগদ অর্থে পুরস্কারের ব্যাবস্থা সহ ভাল ফলাফল কারীদের জন্য জেলা ও রাজ্য পর্য্যায়ের প্রতিযোগীতায় অংশ গ্রহনের সুযোগ প্রদানের ব্যাবস্থা । অনুষ্ঠানটি যে সকল বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতে সমৃদ্ধ হয় , তাদের মধ্যে উল্লেখযোগ্য ,

কলেজ পরিচালনা কমিটির সভাপতি তরুন ঘোষ , কলেজের স্বনামধন্য তথা কলেজটির হৃদপিন্ড অধ্যক্ষ্য ড . চিত্তরঞ্জন দাস , শিবাশীষ ব্যানার্জি , অমিত সেনগুপ্ত , শ্রীমতি চন্দ্ৰাণী সেনগুপ্ত , দেব কুমার চ্যাটার্জী , প্রদীপ চক্রবর্তী , অঘোর হালদার প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *