গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতিতে অনুষ্ঠিত হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০ বছর পূর্তি অনুষ্ঠান।
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১৮ই এপ্রিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উদ্দোগ্যে গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতিতে অনুষ্ঠিত হল ভারতবর্ষের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০ বছর পূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সুধাংশু শেখর দাস,
জেনারেল ম্যানেজার অব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (জোনাল অফিস) কলকাতা, এবং সন্দীপন আচার্য ডেপুটি জেনারেল ম্যানেজার অব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (সার্কেল হেড) , উত্তর ২৪ পরগনা। সেবা ফার্মার্স সমিতি পরিচালিত বানপ্রস্থ সেবা আশ্রমে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ। ১৩০ টি বৃক্ষ রোপণ করা হবে ।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, উত্তর ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর অভিজিৎ গুপ্তা, সেবা ফার্মার্স সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার, সেবা ফার্মার্স সমিতির সভাপতি হিমাদ্রী গোমস্তা প্রমূখ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে বৃক্ষগুলির পরিচর্যার দায়ীত্ব সেবা ফার্মার্স সমিতিকে প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল পর্বে ছিল ফিন্যানসিয়াল অ্যাওয়ারনেস।
গোবরডাঙা অঞ্চলের কর্মদ্যোগী এবং স্বনির্ভর গোষ্ঠী ও কৃষক সমিতির শতাধিক সদস্য সমন্বয়ে ঋন নিয়ে সঠিক কর্মোদ্যগে ব্যবহার করার বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্মকর্তারা সহযোগিতা আশ্বাস দেন।
অনুষ্ঠানে সেবা ফার্মার্স সমিতির পক্ষ থেকে সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদারের তত্ত্বাবধানে উপস্থিত অতিথি বৃন্দের হাত দিয়ে অসহায় আর্ত কৃষক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় তাছাড়াও পাঁচ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয় পাঁচটি পেয়ারা গাছের চারা।