বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা জলেশ্বর ২ নং অঞ্চল তৃনমুল কংগ্রেসের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ভোটে জেতার জন্য, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রামপদ দাস এবং বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সহ এলাকার নেতাদের নিয়ে, বিগত ১৬ /৪ /২০২৩ তারিখে, গাইঘাটা ব্লকের অন্তর্গত, জলেশ্বর ২ নং অঞ্চলের, ট্যাংরা গ্রামের শিয়ালখোলা পাড়াতে, নির্দল পঞ্চায়েত সদস্য দামোদর মুন্ডা, সিপিএম নেতা রঞ্জিত মন্ডা কে বিজেপিতে যোগদান করিয়েছেন. এরা দুজনেই বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলো।

কিন্তু সংবাদমাধ্যমে সামনে এসে, বিজেপির ওই দুই নেতা স্বপন মজুমদার এবং রামপদ দাস একশটি পরিবারকে বিজেপিতে যুক্ত করেছিলেন। এই কথাটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারিত হয়েছিল। কিন্তু মূলত দুটি পরিবার যোগদান করেছিল। এই মিথ্যার জবাব দিতে জলেশ্বর ২ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক লড়াকু ও দক্ষ সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে ২৩/৪/২০২৩ একটি সভার.আয়োজন করে। সেখানে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার এস টি সেলের সভাপতি সুকান্ত মাহাতো, তৃণমূল কংগ্রেস, গাইঘাটা ব্লক -২ সভাপতি শ্যামল বিশ্বাস সহ আঞ্চলিক নেতৃত্বদের নিয়ে ৫২ টি পরিবারকে যোগদান করিয়েছন বলে জানা গেছে।









