জেলার খবর

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের ৪৭ বছর পুর্তিতে বর্ণাঢ্য পদযাত্রা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ১লা মে ২০২৩ গোবরডাঙ্গা নাবিক নাট্যম ৪৭ বছরে পদার্পণ করলো। তাদের এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত একটি পদযাত্রার আয়োজন করেছিল, উপস্থিত ছিলেন বহু নাট্যপ্রেমী গুণী মানুষ।

তাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকশো মানুষের আদর, ভালোবাসা, প্রশ্রয় এবং শুভেচ্ছায় আলোকিত হয়ে উঠেছিল গোবরডাঙ্গা ভট্টাচার্য পাড়ার অন্নপূর্ণা প্যালেস। উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ও বর্তমান কাউন্সিলর সুভাষ দত্ত,

বিশিষ্ট সমাজসেবক ও আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব কুন্ডু, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক পবিত্র মুখোপাধ্যায়, নীরেশ ভৌমিক, মাননীয় পাঁচু গোপাল হাজরা প্রমূখ।

প্রথা অনুযায়ী প্রদীপ উজ্জ্বলন এবং কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দলের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা এবং প্রদীপ কুমার সাহা সাথে ছিলেন দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি এবং বিশিষ্ট গুণীজনেরা।

নাটক পরিবেশন করেন টাকি আমরা অমলকান্তি নাট্য সংস্থা, গোবরডাঙ্গা চিরন্তন নাট্য সংস্থা এবং চাঁদপাড়া এক্টো, মসলন্দপুর ইমন মাইম সেন্টার নৃত্য পরিবেশন করেন, মৃদঙ্গমের আবৃতা কর আবৃত্তি পরিবেশন করেন, নাট্যায়নের নমিতা বিশ্বাস গান পরিবেশন করেন, নৃত্যাল্পনা ডান্স গ্রুপ অসাধারণ নৃত্য পরিবেশন করেন।

উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাটক একাডেমী সদস্য আশীষ চট্টোপাধ্যায়, গোবরাপুর সংবিত্তির কিশোর দত্ত এবং গোবিন্দ কর। রুমা সাহা, নিত্যানন্দ মিস্ত্রি এবং সৌবহ্নি বিশ্বাস কবিতা আবৃত্তি করেন, নীল,ঋষিতা, রাখি ও দেবাদৃতা নৃত্য পরিবেশন করেন, দলের ক্ষুদে শিল্পীরা নাচ গান আবৃত্তি দিয়ে অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছিল,

সৌরজ্যোতি অধিকারীর গান এই অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। শেষে নাটকের গান দলগতভাবে পরিবেশন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের সভাপতি ও নির্দেশক জীবন অধিকারী মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *