বারাসাতে এস এম ফিল্মস এর নতুন ছবি why-2 এর প্রদর্শন
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, রাজ্যের অন্যতম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা এস এম ফিল্মস প্রযোজিত হোয়াই-১ এর পর চ্যাপ্টার ২ ছবিটি মুক্তি পেল গত ৩০ এপ্রিল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনের তিতুমীর হলে। বিশিষ্ট চলচ্চিত্রকার শুভেন্দু মুখার্জীর নির্দেশনায় নির্মিত ছবি দুটোই এদিন প্রদর্শিত হয়।
এস,এম ফিল্মস এর পক্ষ থেকে এদিন বিশিষ্ট চলচ্চিত্র প্রেমী সুব্রত মুখার্জী ও জেলা সদর বারাসাতের জে,আর ফিল্মস এর পরিচালক জয়ন্ত মন্ডল এবং কলকাতার চিত্রকল্প প্রোডাকশনের পরিচালক সায়ন ও সুমনকেও সংবর্ধনা জানান। উদ্যোক্তারা এদিন উপস্থিত সাংবাদিকগণকেও বিশেষ সম্মাননা জ্ঞাপন করেন।
বিশিষ্ট পরিচালক শুভেন্দু মুখার্জী তার নির্মিত এই ছবিটিতে ও হোয়াই-১ এর মত অন্ধকার জগৎ এর নানা বিষয় তুলে ধরেছেন। ঘন্টাখানেকের এই ছবিটিতে একাধিক খুন, ধর্ষন সহ পুলিশ-কর্মীদের স্বেচ্ছাচারিতা ও অসাধু কাজকর্ম স্থান পেয়েছে। এরই মধ্যে ছবিটির মুখ্য চরিত্রে অর্ঘ্য মন্ডল ও টিনার চরিত্রে বিপাশা রায়ের প্রেমের দৃশ্যে পার্ক,
মেলা, নাগরদোলা, নৌকায় ভ্রমণ, শিব মন্দির দর্শন এবং সেই সঙ্গে গীতিকার শৌভিক ঘোষের সংগীত’টি ছবিটিকে সমবেত দর্শকের নিকট আকর্ষণীয় করে তোলে। গ্যাংস্টার এর চরিত্রে পরিচালক শুভেন্দু বাবুর অনবদ্য অভিনয় দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। ছবির নায়ক বিষ্ণু কেন অন্ধকার জগতে প্রবেশ করে নিজেকে হারিয়ে ফেলেন?
পরিচালক শুভেন্দু বাবু তা অন্বেষণ করার দায়িত্ব নিয়েছেন দর্শকদের কাছেই। ছবির প্রদর্শন শেষে মঞ্চে উপস্থিত সকল অভিনেতা, অভিনেত্রী ও কুশীলব’গণকে সমবেত দর্শক মন্ডলীর সামনে পরিচয় করিয়ে দেন নির্দেশক শুভেন্দু বাবু। অন্যদিকে এদিন হোয়াই ছবির প্রদর্শন শেষে পরিচালক সায়ন ও সুমন নির্দেশিত এবং চিত্রকল্প প্রোডাকশন প্রযোজিত মুক্তি আসন্ন ‘মূল্যাকরন’ ছবিটি ট্রেলার দেখানো হয়।
ছবিটিতে জাতপাত নারী সমাজের উপর সমাজপতি ব্রাহ্মণদের অত্যাচার এবং প্রতিবাদের কাহিনী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খুব শীঘ্রই মূল্যাকরন ছবিটি মুক্তি পাবে এবং ছবিটি সকলকে দেখার আহ্বান জানান পরিচালক সায়ন ও সুমন।