জেলার খবর

সেবার সাহিত্য সভায় সংবর্ধিত সাংবাদিক পাঁচুগোপাল হাজরা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, জেলার অন্যতম সমাজসেবি সংগঠন গোবরডাঙ্গা সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৪১ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয় গত ২৯ এপ্রিল। এদিনের সাহিত্য সভায় বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরাকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

বর্ষিয়ান লেখক সরোজ কান্তি চক্রবর্তীর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, সঞ্চালক স্বপন কুমার বালা প্রমূখ। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সমীর চট্টোপাধ্যায়ের গাওয়া উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।

স্বাগত ভাষণে সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার মাসিক সাহিত্য সভা সহ বছরভর সেবা সমিতির বিভিন্ন সেবামূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরেন। সমিতির উদ্যোগে সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রতিষ্ঠা দিবসের দিন যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব এবং রক্তদান শিবির ও সাহিত্য পত্রিকা প্রকাশ সহ বিভিন্ন কর্মকান্ডের কথা ব্যক্ত করেন।

এদিন সমিতির উদ্যোগে প্রকাশিত সেবা প্রবাহ পত্রিকার চতুর্থ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট কবি বরুণ হালদার। সাহিত্যিক পাঁচুগোপাল হাজরাকে সেবা সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক, উত্তরীয়, পেন, পুস্তক দর্শনীয় মেমেন্ট ও মানপত্র প্রদানে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা পার্বতী রায়,

সমিতির সভাপতি পাঁচু বাবুর হাতে মানপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিনের সাহিত্য সভায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কবি ও সাহিত্যিক’গণ স্বরচিত কবিতা ও সাহিত্য পাঠ করে শোনান। পিতার লেখা কবিতা পাঠ করে শোনান এদিনের সংবর্ধিত কবি পাঁচুগোপাল হাজরার একমাত্র কন্যা স্বর্ণালী।

কবিগুরুর গান গেয়ে শোনান বিশিষ্ট কবি প্রবীর হালদার, বিদ্রোহী কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন প্রবীণ বাচিক শিল্পী পলাশ মন্ডল, পাঁচুবাবু তাঁর বক্তব্যে কবিতা, গল্প, প্রবন্ধ, রচনা এবং সেইসঙ্গে দৈনিক ওভারল্যান্ড পত্রিকায় তার সাংবাদিকতা জীবনের শুরুর কাহিনী ব্যক্ত করেন এবং সেবা সমিতি তার পরিবার বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *