জেলার খবর

“রবি স্মরণ”মছলন্দপুর ইমন মাইম সেন্টারের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ২৫শে বৈশাখ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মছলন্দপুর ইমন মাইম সেন্টার আয়োজন করেছিল “রবি স্মরণে”।

মছলন্দপুরের পদাতিক মঞ্চে জীবন অধিকারীর উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয় এদিনের অনুষ্ঠান। এরপর রবীন্দ্রসঙ্গীতে সকলের মন ভরিয়ে দেন সৌরজ্যোতি অধিকারী।

এরপর নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন ইমনের নৃত্য বিভাগের বন্ধুরা। নৃত্যে বিশেষ নজর কাড়েন সৃজা হাওলাদার, অর্পিতা দাস, শ্রেয়া দাস, সুনয়না হাওলাদার।

আবৃত্তি পরিবেশন করেন অদ্বিতীয়া রায়, সায়ন্তনী কর্মকার, নন্দিনী দাস। তারপর সংগীত পরিবেশন করেন ইমনের বন্ধুরা। সবশেষে ইমনের ছোট্ট বন্ধুরা “আজ পঁচিশে বৈশাখ” শীর্ষক একটি অণু-নাটক পরিবেশন করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমন মাইম সেন্টার এর কর্ণধার ধীরাজ হাওলাদার। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন “রবীন্দ্রনাথ ঠাকুর এর চিন্তাধারায় মুক্ত পরিবেশে ছোটদের শিক্ষাদান আমাদের উদ্দেশ্য”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *