গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে বিশ্ব মাতৃ দিবস উদযাপন
নীরেশ ভৌমিক: গত ১৪ মে আন্তর্জাতিক ‘মা’ দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে উদযাপিত হয় গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে। রামকৃষ্ণ সেবাশ্রম ও গাইঘাটা বিবেকানন্দ স্মৃতি মনিমেলার উদ্যোগে এদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। গর্ভধারিনী মাতৃপূজায় আমন্ত্রণ জানানো হয় আশ্রমের আবাসিক পড়ুয়াদের জন্মদাত্রী মা’দের।
উপস্থিত ছিলেন মনিমেলার শিক্ষার্থীদের মায়েরাও। আশ্রমে প্রাণপুরুষ শংকরনাথের ব্যবস্থাপনায় এদিন সকালে গঙ্গাবরণ অনুষ্ঠানে বাজনার মধ্যে দিয়ে এক বর্নাঢ্য শোভাযাত্রা সহকারে যমুনা নদীর তীরে কালী মায়ের মন্দির সংলগ্ন ঘাটে জল ভরতে যান আশ্রমিক সহ উপস্থিত মানুষজন।
অনুষ্ঠান প্রাঙ্গনে সুসজ্জিত অঙ্গনে মাতৃ পূজার শুরুতে সমবেত সন্তানেরা যে যার মায়ের পা ধুইয়ে দেয়। এরপর ফুল ও ফলে পুজোর পর মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে প্রণাম জানান সন্তানেরা। পুজো শেষে সন্তানগণ সকলে সমবেত কন্ঠে শপথবাক্য উচ্চারণ করে, ‘মা তুমি যতদিন বাঁচবে আমি ততদিনই তোমার সেবা করে যাব।
আর তুমি ঈশ্বরের নিকট আমার মঙ্গল তনুশ্রী চক্রবর্তী ও ৬ বৎসর বয়সে মাতৃহারা স্বনাম খ্যাত বাউল শিল্পী তপন বাউল এর সঙ্গীতানুষ্ঠান উপস্থিত সকলের হৃদয়কে স্পর্শ করে।
নিজের অভিব্যক্তি পাঠ করে শোনান আশ্রমিকদের প্রিয়জন কৃতি কলেজ ছাত্রী সুরভি ঘোষ। সংগীত পরিবেশন করেন আশ্রমের অন্যতম হিতৈষী রঞ্জিত বিশ্বাস। দিনটি তাৎপর্য ও গুরুত্ব এবং অসহায় দরিদ্র পরিবারের সন্তানদের পঠন পাঠন সহ সত্যিকারের মানুষ হিসেবে গড়ে
তোলার লক্ষ্যে নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী শঙ্করনাথের অবদান তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষক রঞ্জিত বিশ্বাস, সাংবাদিক তপন মন্ডল প্রমূখ। উপস্থিত ছিলেন শিক্ষক ও সমাজকর্মী গৌতম দাস, আশ্রমের হিতৈষী পঙ্কজ সরকার সহ বহু বিশিষ্টজন। মধ্যাহ্নে সকলের মধ্য জন্য ছিল আহারের ব্যবস্থা।