“চিরন্তন কলা কেন্দ্রে” অনুষ্ঠিত হলো চিরন্তনের নাট্য উৎসব ২০২৩”
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ৪ জুন “সপ্তম চিরন্তন নাট্য উৎসব ২০২৩” তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হলো “চিরন্তন কলা কেন্দ্র” চিরন্তনের অন্তরঙ্গ কক্ষে। দলের সদস্যা গর্বিতা দাসের দীপ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে প্রদীপ প্রজ্জলন করেন পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির সদস্য আশিস চট্টোপাধ্যায়,
সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণ বঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত ,অখিল ভারতীয় কোষ টোলির সদস্য ভরত কুন্ডু, শিক্ষক সমাজসেবী পবিত্র মুখোপাধ্যায় এবং চিরন্তনের পরিচালক অজয় দাস। অতিথিবর্গ সকলে তাদের মূল্যবান বক্তব্য রাখার পর মেদিয়া বাস্তুহারা হাই স্কুলের ছাত্রদের দ্বারা নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে ইঁদুরের ভোজ নাটকটি মঞ্চস্থ হয়।
১০ দিনের কর্মশালা ভিত্তিক নাট্য নির্মানে মোট ২১ জন শিক্ষার্থীর মধ্যে থেকে দশ জন ছাত্রকে বেছে নিয়ে এই নাটকটি নির্মাণ করা হয়। যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন চিরন্তনের পরিচালক অজয় দাস। কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে চিরন্তনের পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হয়।
এরপর জয়ন্ত বিশ্বাসের পরিচালনায় গৌড়ীয় নৃত্য রীতি কলা শ্রমের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ গৌড়ীয় নৃত্য পরিবেশন করে। সর্বশেষ যে নাটকটি হয় প্রযোজনা অনুরঞ্জন ,নাটক যা তারা পারেনা নির্দেশনা মিন্টু মজুমদার ।এদিনের নাট্য উৎসবে বিশেষ আকর্ষণ ছিল গোবরডাঙ্গা অঞ্চলের ইছাপুর হাইস্কুলের ছাত্রী উচ্চমাধ্যমিকে রাজ্যে চতুর্থ এবং মেদিয়া
বাস্তুহারা হাই স্কুলের ছাত্র রাজ্যে পঞ্চদশ স্থান অধিকারী প্রেরণা পাল এবং রাহুল চক্রবর্তীকে গোবরডাঙ্গা চিরন্তন এর পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় । চিরন্তনের এই নাট্যোৎসবে সমস্ত বাছাই করা শিল্পীদের নিয়ে অনুষ্ঠানের মানচিত্র তৈরি করাতে দলের সম্পাদক সুতপা কর্মকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যেতে পারে।