বিশ্ব পরিবেশ দিবসে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে প্রর্দশিত হলো ‘একটি শিশু নাট্য’
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ৫ই জুন সোমবার দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস এবং এরই সাথে প্রর্দশিত হলো একটি শিশু নাট্য প্রযোজনা।
পশ্চিম বঙ্গের মফস্বল অঞ্চলগুলির মধ্যে দীর্ঘ প্রায় পয়ত্রিশ বছর ধরে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা তাদের নাট্য চর্চাকে অত্যন্ত সাফল্য ও গরিমার সাথে এগিয়ে নিয়ে চলেছে।
পশ্চিম বঙ্গের বিভিন্ন জেলায় দত্তপুকুর দৃষ্টি তাদের অভিনয় ও থিয়েটার চর্চার মাধ্যমে একটি আলাদা ছাপ সৃষ্টি করতে পেরেছে এবং সমাজের বিভিন্ন সাধারণ মানুষ বিশেষ করে শিশুদের কে থিয়েটার ও সুস্থ সংস্কৃতির পাঠ দিতে “দৃষ্টি” র ভূমিকা বর্তমানে সর্বজন বিদীত।
শিশুদের নিয়ে তাদের এই থিয়েটার চর্চার একটি অভিনব নির্দশন দেখা গেল গত ৫ই জুন সোমবারে,ওই দিন দত্তপুকুর দৃষ্টি তাদের নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালায়” আয়োজন করে বিশ্ব পরিবেশ দিবসের
এবং গত ৩১ শে মে থেকে ৪ ঠা জুন পর্যন্ত চলা একটি শিশু নাট্য কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানও ওইদিন পালন করা হয়, থিয়েটার তথা সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ পরিবেশ রক্ষার গুরুত্বও এই দিনের অনুষ্ঠানে আলোচিত হয়।
সব মিলিয়ে প্রায় কুড়িজন শিশুদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়, অভিনয় শেষে সকল শিশু শিল্পীর হাতেই “দৃষ্টি” র পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুদের অভিভাবকরাও এইরকম উদ্যোগকে সাধুবাদ জানায়।