জেলার খবর

পরিবেশ সচেতনতায় আকাঙ্ক্ষা নাট্য দল : সৃষ্টি করল নতুন আলাপচারিতা থিয়েটার

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, যুব সমাজ দ্বারা নির্মিত এবং পরিচালিত তরুণ তুর্কি নাট্য দল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থা। জাতীয় রংবাহারী নাট্য উৎসবের ৩৬ তম দিনে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস কে মাথায় রেখে সারাদিনব্যাপী নানাবিধ অনুষ্ঠান হয় ।

সকালে নিজেদের সংস্থার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃক্ষরোপণ করা হয় এবং তারা অঙ্গীকার করে শিশুদের হাত ধরেই শিশু চারা গাছগুলি ও একদিন পরিণত ও পরিপক্ত হবে। বৃক্ষ রোপনের পাশাপাশি প্রতিটি গাছের সঙ্গে একটি করে সামাজিক বার্তা ও দেওয়া হয়। এছাড়াও নানান চিত্রের ও কবিতার মধ্যে দিয়ে গাছেদের কথা ও পরিবেশের কথা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে আকাঙ্ক্ষা শিশুরা ।

বিকালে ছিল চক্রবর্তীনাচ নিজস্ব নাট্যগৃহ উপাসনায় সেমিনার। যার বিষয়বস্তু ছিল কুশদ্বীপের ঐতিহ্যবাহী বাঁওড় এবং পরিবেশ রক্ষায় নাট্য দলের ভূমিকা। এই সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সমাজসেবী এবং সাংবাদিক পবিত্র কুমার মুখোপাধ্যায়, গোবরডাঙ্গা নাট্যায়নের কর্ণধার নারায়ণ কুমার বিশ্বাস, বিশিষ্ট সংগীত শিল্পী এবং অভিনেত্রী নমিতা বিশ্বাস ও উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক স্বপন কুমার দাস।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সেমিনারের শুভারম্ভ ঘটে।প্রদীপ প্রজ্জ্বলনের পর নৃত্য প্রদর্শন করে দলের ছোট্ট নাট্য বন্ধু অহনা দেবনাথ। তারপরই শুরু হয় মূল সেমিনার একে একে বক্তব্য রাখেন প্রত্যেকে। তাদের বক্তব্যে উঠে এসেছে যে কিভাবে তাদের ঐতিহ্যবাহী বাঁওড় কে রক্ষা করা যায় এবং একটি নাট্য দল কিভাবে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তব্যের শেষে আকাঙ্ক্ষার পরিচালক ও অভিনেতা দীপাঙ্ক দেবনাথ বলেন, তিনি এক নতুন থিয়েটারের জন্ম দিয়েছেন। এই থিয়েটার কে সৃষ্টি করতে সাহায্য করেছেন যিনি তিনি হলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ মহাশয় । ওনার সহযোগিতায় আজ এই থিয়েটারের সৃষ্টি। তিনি থিয়েটারের নাম দিয়েছিলেন আলাপচারিতা থিয়েটার যা গতানুগতিক থিয়েটারের বাইরে গিয়ে নব্য ভাবনায় ভাবায়িত করে।

আকাঙ্ক্ষার নতুন সৃষ্টি আলাপচারিতা থিয়েটারের বিষয় ছিল ” কঙ্কনা বাঁচাও “। অভিনয় ছিলেন দলের সদস্য সুজয় পাল , রাজপ্রিয় পাল ও সম্প্রীতি দাস। উপস্থিত দর্শকমন্ডলী এবং বিশিষ্ট ব্যক্তি বর্গের কাছে বিশেষ সাড়া ফেলেছে তাদের এই থিয়েটার । তারা বলেছেন আকাঙ্ক্ষার এই উদ্যোগকে কুর্নিশ জানাই। তাদের এই আতুনলিয় সৃষ্টি বিশ্বের দরবারে ছড়িয়ে পড়বে দ্রুত থেকে দ্রুততর ভাবে ।

দলের পরিচালক দীপাঙ্ক দেবনাথ বলেন, এই থিয়েটারটি সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলেই তৈরি হয় তাদের সমস্যাগুলোকে এই থিয়েটার এর মাধ্যমে মিটানোর চেষ্টা করা হয়। একজন সাধারন মানুষকেও এই থিয়েটারের মধ্যে দিয়ে কোন জটিল বিষয়কেও খুব সহজভাবে বোঝানো সম্ভব । তাদের সৃষ্টি থিয়েটার আজ সফল। তিনি এও বলেন মানুষকে পরিবেশ সচেতন করতে তারা এমন ধরনের আলাপচারিতা থিয়েটার সমস্ত জায়গাতেই করতে প্রস্তুত।

আন্তর্জাল মাধ্যমে নতুন এই সৃষ্টি কে সাধুবাদ জানান আসাম অভিনভ থিয়েটারের কর্ণধার দয়াল কৃষ্ণ নাথ মহাশয় সহ আরো অনেকেই । এই আলাপচারিতা থিয়েটারের পর দলের সদস্যা কেয়া ঘোষ বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে বক্তৃতা রাখে। এই সেমিনারের সমাপ্তি ঘটে দলের সদস্য ত্রিদীপ চক্রবর্তী পরিচালিত ছোট ছোট শিশুদের নৃত্য অনুষ্ঠানের মধ্যদিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *