শ্রীনগর হাবড়াতে “রবীন্দ্র-নজরুল সন্ধ্যা” উদযাপিত হল ভারত সরকারের সংস্কৃতি দফতরে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, শ্রীনগর হাবড়া নাট্য মিলন গোষ্ঠী ভারত সরকারের সংস্কৃতি দফতরের আর্থিক সহায়তায় বিগত ১১ই জুন,২০২৩ রবিবার তাদের নিজস্ব মহলা কেন্দ্রে নিজস্ব আঙ্গিকে উদযাপন করেন “রবীন্দ্র-নজরুল সন্ধ্যা “। সমাজ চেতনায় তথা থিয়েটার চর্চায় এনাদের সৃষ্টি আজিও কতখানি প্রাসঙ্গিক,সেটা দলের শিল্পীরা তাদের কর্মক্ষমতার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করেন।
সংস্থার সদস্য আশিস কুমার ঘোষ এবং মাধুরী ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন । এরপর নৃত্যের মাধ্যমে এনাদেরকে বরণ করে নেয় শিল্পী শ্রাবণী সর্দার।এই আনুষ্ঠানে অতিথির আসন আলঙ্কৃত করেন প্রতিবেশী দল হাবড়া নান্দনিকের শিল্পীরা। আশিস কুমার ঘোষ এর সঙ্গীত এবং মাধুরী ঘোষের আবৃত্তি মনে করিয়ে দেয় আজিও এনারা আমাদের মাঝে বিরাজমান! দলের কর্ণধার দিলীপ ঘোষ তার “দুর্গম গিরি কান্তার মরু “আবৃত্তি করে সবাইকে সমাজ চেতনায় কাণ্ডারী হাওয়ার আহ্বান করেন।
তার বক্তব্যে তুলে ধরেন আধুনিক প্রযুক্তির ব্যবহার যেভাবে বেড়ে চলেছে,তাতে শিল্প চর্চার সাথে সাথে এই সব কিংবদন্তি মানুষগুলিকেও গ্রাস করবে এই প্রযুক্তি ! সবাইকে সচেতন হতে পরামর্শ দেন তিনি।এরপর বিউটি সর্দার এবং চৈতী দাসের গান সবাইকে মুগ্ধ করে।হাবড়া নান্দনিকের শিল্পী প্রেমেশ্বর বারুই এর রবীন্দ্র নাটকের অভিনয় এক নূতন মাত্রা এনে দেয়। সব মিলিয়ে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের সঙ্গী এইসব শিল্পীরা!সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণী সর্দার।সবশেষে থিয়েটার এর দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দিলীপবাবু।