আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

সেবার সাহিত্য সভায় সংবর্ধিত নাট্যব্যক্তিত্ব বিশ্বনাথ ভট্টাচার্য

নীরেশ ভৌমিক, চাঁদপাড়া : গত ২৯ জুলাই ভারাকায়াতের প্রখ্যাত নাট্যকার ও সঙ্গীতকার দ্বীজেন্দ্রলাল রায়ের জন্মমাসে তাঁর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে শুরু হয় জেলার অন্যতম সামাজিক প্রতিষ্ঠান গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি আয়োজিত ৪৪ তম মাসিক সাহিত্য সভা। শুরুতেই ডি.এল রায়ের লেখা সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট সংগীত শিল্পী সুমিত চট্টোপাধ্যায়।

স্বাগত ভাষণে সমিতির সম্পাদক গোবিন্দলাল মজুমদার বছরভর সমিতির নানা সেবামূলক কাজ কর্মের খতিয়ান তুলে ধরেন এবং প্রতিমাসে এই কবি সম্মেলন ও গুনীজন সংবর্ধনার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানোর বিষয়টি ব্যক্ত করেন। এদিন নাটকের শহর গোবরডাঙার অন্যতম নাট্যব্যক্তিত্ব রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালক বুদ্ধদেব ভট্টাচার্যকে পুষ্পস্তবক, উত্তরীয়, মানপত্র সহ বিভিন্ন স্মারক উপহারে বরণ করে নেন। সমিতির পক্ষ থেকে সভাপতি হিমাদ্রি গোমস্তা সম্পাদক গোবিন্দ বাবু সেবার অন্যতম সেবিকা প্রতিমা চক্রবর্তী নানা উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

মানপত্র পাঠ করেন সেবার অন্যতম সেবিকা দুলালী দাস। সেটি বুদ্ধবাবুর হাতে তুলে দেন বর্ষীয়ান সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস। কবি ইলাশ্রী দেবনাথ তাঁর লেখা একটি কাব্যগ্রন্থ নাট্য পরিচালক শ্রী ভট্টাচার্যের হাতে তুলে দেন। নাট্যকার ডি. এল রায় এর জীবন ও কর্মের উপর আলোকপাত করে, বক্তব্য রাখেন ঋতুপর্ণবাবু। বিশিষ্ট বাচিক শিল্পী পলাশ মণ্ডল বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও নাটকের জন্য নিবেদিত প্রান বুদ্ধদেব বাবুর নাট্য প্রীতি এবং নাট্যচর্চা ও প্রসারে তাঁর অবদান তুলে ধরে মনোঞ্জ ভাষণ দেন।

বুদ্ধদেব বাবু তাঁর বক্তব্যে নাট্যচর্চা ও প্রসারে সুদীর্ঘ প্রায় ৪০ বৎসরের নাট্য প্রয়াস এর উল্লেখ করেন। এদিন শ্রী ভট্টাচার্যের কন্ঠে দুই হুজুরের গপ্পো নাটকের সংলাপ সমবেত শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি ও সাহিত্যিক স্বরচিত কবিতা ও রচনা পাঠ করেন। বিশিষ্ট কবি শশাঙ্ক শেখর দাস ও স্বপন বালার লেখা সাম্প্রতিক ঘটনাবলীর উপর লেখা কবিতা উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। বিশিষ্ট কবি পাঁচু গোপাল হাজরার পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *