জেলার খবরসাহিত্য ও সংস্কৃতি।

জন্মদিনে প্রয়াত সাংবাদিক পুলিনকৃষ্ণ দাসের স্মরণে স্মারক গ্রন্থ প্রকাশ

নীরেশ ভৌমিক, চাদপাড়া : গত ২০ জুলাই ছিল হাবড়া থেকে প্রকাশিত ধারাপাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সদ্য প্রয়াত পুলিন কৃষ্ণ দাসের ৭৮তম জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে পত্রিকা কর্তৃপক্ষ এদিন হাবড়ার কলতান হলে একটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রয়াত পুলিন বাবুর সুযোগ্য পুত্র ও পত্রিকা সম্পাদক উদয় শংকর দাসের আহ্বানে এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন হাবড়ার পৌরপতি নারায়ন চন্দ্র সাহা, গোবরডাঙার চেয়ারম্যান প্রধান শংকর দত্ত,

অশোকনগরের উপ-পৌরপ্রধান ধীমান রায়, ছিলেন কাউন্সিলর কাঞ্চন ঘোষ, দেবু চ্যাটার্জী, পুষ্পিতা নন্দী, সীতাংশু দাস, সি.এ. বি’র প্রতিনিধি শ্রীমন্ত কুমার মল্লিক, প্রদীপ মাইতি, বর্ষিয়ান ইঞ্জিনিয়ার দেবদাস চট্টোপাধ্যায়, সাংবাদিক ঘৃনাল কান্তি সাহা, ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, অশোকনগর প্রেস ক্লাবে সভাপতি প্রলয় কুমার দত্ত প্রমুখ।

বর্ষিয়ান শিক্ষক পবিত্র কুমার মুখোপাধ্যায়ের পৌরোহিত্যে আয়োজিত সভার শুরুতে উদ্যোক্তা প্রয়াত পুলিন বাবুর সুযোগ্য পুত্র উদয়বাবু তাঁর স্বাগত ভাষনে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর প্রয়াত পিতার স্মরণে স্মৃতিরক্ষা কমিটির গঠনের কথা জানান। উপস্থিত তিন পুরসভার তিন পদাধিকারী পুলিন বাবুর স্মরণে প্রকাশিত ‘পুলিন কৃষ্ণ দাস ও ধারাপাত’ শীর্ষক স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন।

বর্ষিয়ান সাংবাদিক পবিত্র কুমার মুখোপাধ্যায় সহ উপস্থিত সকল বিশিষ্টজন তাঁদের বক্তব্যে বর্ণময় চরিত্রের অধিকারী হাবড়ার গর্ব ধারাপাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত পুলিন বাবুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং সেই সঙ্গে সাংবাদিক ও সমাজকর্মী পুলিনবাবুর স্মৃতি ধরে রাখতে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।

বিশিষ্টজনদের বক্তব্য শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পী শুভদীপ দাস ও বর্ণিতা দাসের গাওয়া রবীন্দ্র সংগীত, বিশিষ্ট বাচিক শিল্পী রুমা সাহার কন্ঠের কবিতা আবৃত্তি, প্রতিমা সাহা দাস ও সঙ্গম কালচারাল একাডেমীর শিল্পীদের সমবেত সংগীতানুষ্ঠান এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ডঃ মনোজ ঘোষ পরিবেশিত একক নাটক সমবেত দর্শক ও শ্রোতৃ মণ্ডলীর প্রসংশা লাভ করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিশিষ্ট সাংবাদিক পাঁচুগোপাল হাজরার মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *