চাঁদপাড়া হচ্ছে মডেল স্টেশন, খুশীর জোয়ার এলাকায়
নীরেশ ভৌমিক: দেশের স্বাধীনতার ৭৫ বৎসর পূর্তি উপলক্ষে (অমৃতসহোৎসব) ভারতীয় রেলমন্ত্রক সারা দেশে ৫০৮টি রেল স্টেশন এর পুর্ননির্মাণ ও উন্নয়ন কর্মসূচী গ্রহন করেছে। পূর্ব রেলের ২৮টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন বা মডেল স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ৬ আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী দিল্লী থেকে ভার্চুয়ালি ভারতীয় রেলের এই বিশাল কর্মযজ্ঞের কথা ঘোষণা করেন।
পূর্ব রেলের শিয়ালাদহ বনগাঁ শাখার চাঁদপাড়া স্টেশনকেও এই প্রকল্পের মধ্যে রেখেছে রেল দপ্তর। গত রবিবার সারা দেশের সাথে এই উপলক্ষে রেলদপ্তর চাঁদপাড়াতেও একটি সভার আয়োজন করে। স্টেশন সংলগ্ন রেল ময়দানে আয়োজিত সভায় চাঁদপাড়া অমৃত ভারত স্টেশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় বান্দর ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছিলেন বনগাঁ সংসদীয় এলাকার বিধায়ক সুব্রত ঠাকুর, স্বপন মজুমদার, অশোক কীতনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় সহ রেলের এ্যাডিশনাল জেনারেল ম্যানেজার অশোক মহেশ্বরী, পূর্ব রেলের এডিআরএম সুজিত সঙ্গম প্রিয়দর্শী সহ অন্যান্য আধিকারিকগন।
সভায় এলেকাবাসী’গনের এক বিশাল জমায়েতে শান্তনু ঠাকুর জানান, চাঁদপাড়া রেল স্টেশনের অনেক সমস্যা ছিল, আমি নিজে এসে তা দেখে গেছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে কথা বলে চাঁদপাড়াকে মডেল স্টেশন করার দাবি জানিয়েছি। উনি সে দাবি পূরণ করেছেন, এজন্য তাঁকে ধন্যবাদ। শুধু চাঁদপাড়া নয়, পাশাপাশি ঠাকুরনগর, বিভূতিভূষণ হল্ট ও বনগাঁ জংশনেরও উন্নয়নের কাজ চলছে।
চাঁদপাড়া স্টেশনের পুনর্নির্মাণে ২৩.২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে সাংসদ শান্তনুবাবু জানালেন।এদিনের অনুষ্ঠানে এলেকার কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। রেলের উন্নয়ন ও আধুনিকিকরণের উপর পড়ুয়াগণের মধ্যে অংকন ও প্রবন্ধ রচনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকুরিয়া বালিকা বিদ্যালয়,
চাঁদপাড়া বানী বিদ্যাবীথি ও চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। সকল প্রতিযোগীগণের হাতে শংসাপত্র ও স্মারক উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ উপস্থিত বিধায়ক ও রেলের পদস্থ আধিকারিকগণ।
রেলমন্ত্রকের পক্ষ থেকে এদিন এজিএম অশোক মহেশ্বরী এলাকার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের হাতে স্মারক উপহার তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রেলযাত্রী সহ বৃহত্তর চাঁদপাড়া এলাকার মানুষজন দারুন খুশি। সকলেই চাঁদপাড়া স্টেশনের উন্নয়নে রেলমন্ত্রক ও স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এই উদ্যোগকে সাধুবাদ জানান।