রাজ্য

গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রমে কবিগুরুর প্রয়ান দিবস পালন

নীরেশ ভৌমিক: গাইঘাটার অন্যতম স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ গত ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম তিরোধান দিবস যথোচিত মর্যাদা সহকারে উদযাপন করে।

কবিগুরুর মহাপ্রয়ান দিবস উপলক্ষে এদিন আশ্রমের আবাসিক পড়ুয়া এবং এলাকার রবীন্দ্র অনুরাগী মানুষজন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান। কবিগুরুর সুদশ্য প্রতিকৃতি সহ কবির অনুরাগীগণ কবির লেখা সংগীত ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে গাইঘাটা বাজার ও থানা এলেকা পরিক্রমা করে।

বর্ণময় পদযাত্রা শেষে আশ্রমের প্রাণপুরুষ অবসর প্রাপ্ত শিক্ষক শংকর নাথের উদ্যোগে কবির অনুরাগীগণ আশ্রমকক্ষে আয়োজিত কবি বন্দনার অনুষ্ঠানে কবির প্রতিকৃতিতে ফুল-মালা অর্পন করে শ্রদ্ধা জানান।

সেই সঙ্গে উপস্থিত সকলে কবিরই লেখা কবিতা আবৃত্তি ও সংগীতে গঙ্গা জলে গঙ্গা পুজোর মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কথায়-কবিতায় ও সংগীতে গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম আয়োজিত এদিনের কবি প্রণামের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *