চিরন্তনের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন
নীরেশ ভৌমিক : ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন গোবরডাঙ্গা চিরন্তন ২৬ পূর্ণ করে ২৭ বছরে পদার্পণ করল। সকাল সাড়ে সাতটায় নিয়ম মেনে জাতীয় পতাকা উত্তোলন করার পর দলের সদস্যরা নেতাজি মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে। দলের সভাপতি অজয় দাস পতাকা উত্তোলন করার পর ভারত মাতার প্রতি শ্রদ্ধা
জানিয়ে বলেন ভারত বর্ষ একদিন দুর্নীতিমুক্ত অপরাধ মুক্ত বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবিক দেশে পরিণত হবে । পরে সকলে মিলে জাতীয় সংগীত গায়ন এর মধ্যে দিয়ে সকালে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।এবং সন্ধ্যা ঠিক সাড়ে ছটায় দলের সদস্য এবং উপস্থিত দর্শকদের মধ্যে থেকে ২৭ জন শুভাকাঙ্ক্ষী সহ গর্বিতা দাসের দ্বীপ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ২৭ টি প্র দীপ প্রজ্জলন করা হয় ।
বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে চিরন্তনের নতুন নাটক”সার্থক জনম আমার ” অজয় দাস এর রচনা এবং নির্দেশনায় দেশাত্ম বোধের উপর আধারিত এই নাটকটি দর্শক মনে বেশি দাগ কেটেছে বলে মনে হয়। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন পবিত্র কুমার মুখোপাধ্যায় এবং পলাশ মন্ডল। সবশেষে দলের সম্পাদিকা অনুষ্ঠানের সঞ্চালিকা সুতপা কর্মকার সকলকে মিষ্টিমুখ করার জন্য অনুরোধ করেন।