জেলার খবর

“হর ঘর তিরঙ্গা” অভিযান চালালো মছলন্দপুর ইমন মাইম সেন্টার

নীরেশ ভৌমিক : ভারতবর্ষের সব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বানে সাড়া দিয়ে পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, কলকাতা ( EZCC)-র সহযোগীতায় “হর ঘর তিরঙ্গা” অভিযান চালালো মছলন্দপুর ইমন মাইম সেন্টার। ১৪আগস্ট ২০২৩ সকাল থেকে সংস্থার সদস্য-সদস্যারা মছলন্দপুর এবং পাশাপাশি আরো তিনটি ব্লক এলাকায় দেশাত্মবোধক সংগীত, নৃত্য ও পথনাটকের মাধ্যমে জনসাধরণকে সকলের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালনে উৎসাহিত করেন।

এদিন পথ চলতি মানুষ ও ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন ইমনের বন্ধুরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশনে সৃজা হাওলাদার এবং “হর ঘর তিরঙ্গা” শীর্ষক পথনাটকে অনুপ মল্লিক, সায়ন প্রামাণিক, পূজা মন্ডল অভিনয় পারদর্শিতায় নজর কাড়েন। এর পরের দিন অর্থাৎ ১৫আগস্ট ইমন মাইম সেন্টার তাদের নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে পালন করল ভারতবর্ষের ৭৭তম স্বাধীনতা দিবস।

এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার ধীরাজ হাওলাদার। বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংস্থার সদস্য অনুপ মল্লিক, ইন্দ্রজিৎ দত্ত বনিক জয়ন্ত সাহা ও আরো অনেকে।

দেশাত্মবোধক সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে ইমনের ছোট্ট বন্ধু সুনয়না হাওলাদার। “তিরঙ্গা পতাকা” শীর্ষক মূকাভিনয় পরিবেশন করে শুভম, মধুমিতা, ঈশান সহ সংস্থার ছোট্ট বন্ধুরা। সব মিলিয়ে “হর ঘর তিরঙ্গা” অভিযান এবং ৭৭তম স্বাধীনতা দিবস প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *