ঘরোয়া মহিলাদের খাদ্যাভ্যাস নিয়ে সচেতনতা সৃষ্টির উপরে আলোচনার আয়োজন করলো “সুইচ অন ফাউন্ডেশন”
নীরেশ ভৌমিক : “সুইচ অন ফাউন্ডেশন” এর সহযোগিতায় এবং “CSCT Welfare Association NGO-র” পরিচালনায় অনুষ্ঠিত হলো International Day Of The World’s Indigenous Peoples .50 অধিক ঘরোয়া মহিলা সমন্বয়ে খাদ্যাভ্যাস নিয়ে
সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন রকম ধান চাল মুড়ি চিড়া যা বর্তমানে আছে এবং যা পূর্বে ছিল সেই সমস্ত বিষয়ের উপরে আলোচনা করেন NGO কর্মী সুধা রায় এবং অরুন্ধতী বিশ্বাস। সামগ্রিক বিষয়ের উপর উপস্থাপনা করেন সম্পাদক শিক্ষক মলয় সানা ।
উপস্থিত ছিলেন এনজিও সভাপতি উদয় সানা , কোষাধ্যক্ষ সমরেশ সানা , এক্সিকিউটিভ সদস্য হরষিত রায় মহাশয়। এক বিশেষ উদ্যোগ ও সচেতন মূলক কর্মসূচি গ্রহণ করেছে এই এনজিও।