আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরস্বাস্থ্য

গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পরিচালনায় রোটারি ক্লাব অব আবহমান, চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও মেদিয়া বাস্তুহারা হাই স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক সচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে মেদিয়া বাস্তুহারা হাই স্কুলে গত ২৭শে সেপ্টেম্বর সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হল সাংস্কৃতিক ও সচেতনতা মূলক বিভিন্ন অনুষ্ঠান। গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পরিচালনায় ও রোটারি ক্লাব অব আবহমান, চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট ও মেদিয়া বাস্তুহারা হাই স্কুলে সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব আবহমান এর প্রেসিডেন্ট দীনেশ চন্দ্র গাঙ্গুলি, আই.পি.পি. বিবেক কুন্ডু, রোটারিয়ান সুবিজিৎ সরকার, রোটারিয়ান অনিন্দিতা ঘোষ, রোটারিয়ান মিনতী কুন্ডু,

উৎপল চক্রবর্তী ট্রেনার অব মার্শাল আর্ট, কো-অর্ডিনটর রাকিবা বেগম চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, সম্পাদক শ্রী গোবিন্দলাল মজুমদার গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি, সভাপতি হিমাদ্রী গোমস্তা গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি, তপন সরকার টিচার্স – ইনচার্জ মেদিয়া বাস্তুহারা হাই স্কুল । স্কুলের শিক্ষার্থীদের সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয়। এর পর গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের।

পরে রোটারি ক্লাব অব আবহমান এর প্রেসিডেন্ট দীনেশ চন্দ্র গাঙ্গুলি ও গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সেক্রেটারি শ্রী গোবিন্দলাল মজুমদার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এর পর মূল অনুষ্ঠান শুরু হয়। দিনের প্রথমার্ধে ছিল বীরাঙ্গনা – (উইম্যান এমপাওয়ারমেন্ট) যুবতীদের আত্মরক্ষার কৌশল গুলি নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মশালায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৩১জন ছাত্রী অংশগ্রহণ করে। একই সাথে অনুষ্ঠিত হয় সারভাইভাল ক্যান্সার সম্পর্কে সচেতনতা শিবির।

এই শিবিরে ৬৫ জন অভিভাবক অংশ নেন। এর ই পাশাপাশি অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এখানে দুটি বিভাগে মোট ৪০জন শিক্ষার্থী অংশ নেয়। এর সাথে হয় বৃক্ষ রোপন কর্মসূচী। স্কুল প্রাঙ্গনে অতিথিদের উপস্থিতিতে রোপন করা হয় কিছু গাছের চারা। আই.পি.পি. বিবেক কুন্ডুর অতি সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে শেষ হয় প্রথমার্ধের অনুষ্ঠান। মধ্যাহ্ন ভোজনের পর শুরু হয় দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান।

এখানে প্রথমে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকারা গান , নাচ ও আবৃত্তি করেন। এরপর ডেঙ্গু, পানীয় জল, শিশুশ্রম ও ড্রপ আউট, হাইজেনিক এর মতো সচেতনতা মূলক বিষয়ের উপর এক আলোচনা চক্র চলে। এই আলোচনা চক্রে শিক্ষক শিক্ষিকা ও রোটারিয়ান রাত অংশ নেন। এর পর রোটারি ক্লাব অব আবহমানের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক শিক্ষিকা ও দপ্তরীকে সংবর্ধনা এবং রোটারি ক্লাব অব আবহমান ও গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে সংশাপত্র ও পুরষ্কার তুলে দেওয়া হয়।

আই.পি.পি. বিবেক কুন্ডু আর. সি. সি. গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সেবা মূলক কর্মকান্ডে আপ্লুত। গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতির সেক্রেটারি, প্রেসিডেন্ট ও সমস্ত কর্মীগনকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *