“স্বচ্ছতা হি সেবা” অভিযান পালন করল মছলন্দপুর ইমন মাইম সেন্টার
নীরেশ ভৌমিক : আজ ১লা অক্টোবর রবিবার মছলন্দপুর ইমন মাইম সেন্টার পালন করল “স্বচ্ছতা হি সেবা” অভিযান। এদিন সকাল ১০টায় ইমনের বন্ধুরা মছলন্দপুর স্টেশন চত্বর এবং বিকেল ৪টায় মছলন্দপুর পদাতিক মঞ্চ ও তার আশপাশের অঞ্চল জুড়ে চালালো স্বচ্ছতা অভিযান।
মছলন্দপুর স্টেশন চত্বরে এই অভিযানে ইমন মাইন সেন্টারের পাশে ছিলেন মছলন্দপুর স্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট বিভূতি বিশ্বাস মহাশয়। স্বচ্ছতা অভিযান চালানোর জন্য বিভিন্ন আবশ্যকীয় পণ্য প্রদানের পাশাপাশি নিজেও এই অভিযানে সামিল হন।
এদিন বিকেলে ইমনের বন্ধুরা মিলিত হন ইমনের নিজস্ব উদ্যোগে নির্মিত পদাতিক মঞ্চে, সকলে মিলে মঞ্চের আশপাশের এলাকা করে তোলেন আরো পরিষ্কার পরিচ্ছন্ন।
সম্পুর্ণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ইমনের কর্নধার ধীরাজ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইমনের বন্ধুরা অনুপ মল্লিক, সায়ন প্রামাণিক, সুজিত বনিক, পূর্ণিমা দে, জয়ন্ত সাহা সহ আরো অনেকে।