রাজ্য

বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের জওয়ানদের সাফল্য, বাংলাদেশে পাচারের চেষ্টা কালে ৪টি বিদেশে তৈরি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি তাজা কার্তুজ আটক

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার মধুপুর সীমান্ত পথে ইন্ডিয়া থেকে বাংলাদেশে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় একেবারে জিরো পয়েন্ট থেকে ৪টি বিদেশী তৈরি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৫০টি তাজা কার্তুজ আটক করে। জানা গেছে, ৩০শে সেপ্টেম্বর রাতে সীমান্তে কর্তব্যরত বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের জওয়ানরা প্রথমে বাংলাদেশের দিক থেকে তিন ব্যাক্তিকে তারকাঁটা বরাবর আসতে দেখেন এবং একই সময়ে আরেক ব্যাক্তিকে ভারতীয় দিক থেকে ব্যাগ সহ কিছু জিনিসপত্র নিয়ে একই জায়গায় আসতে দেখেন। ওই মূহুর্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদেরকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তারা যখন এগিয়ে যেতেই থাকে, তখন বাধ্য হয়ে বিএসএফ জওয়ানরা তাদের আগ্নেয়াস্ত্র থেকে অ-মারাত্মক গুলি চালায় বলে জানা যায়।

ফায়ারের আওয়াজ শুনে সুযোগ বুঝে চোরাকারবারীরা নিকটস্থ ঘন ঝোপের দিকে পালিয়ে যায়। তারপরে জওয়ানরা এলাকাটি পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালায় এবং ভয়ে চোরাচালানীদের ফেলে রেখে যাওয়া একটি ব্যাগ থেকে ইউ.এস.এ নির্মিত উচ্চ ক্ষমতা সম্পন্ন চারটি অত্যাধুনিক পিস্তল, আটটি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করেন। পরে জব্দকৃত মালামাল গুলো বাগদা থানায় হস্তান্তর করেন। এ ব্যাপারে বিএসএফের জনসংযোগ আধিকারিক, ডিআইজি শ্রী এ কে আর্য্য কৃতিত্বে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর জওয়ানদের সতর্কতার কারণেই এ ধরনের চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া জব্দ করা অস্ত্র পাচারের পেছনে কারা রয়েছে বা কাদের হাত রয়েছে তা খুঁজে বের করতে বিএসএফের গোয়েন্দা বিভাগ নিরন্তর কাজ করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *