স্বচ্ছতাই সেবা অভিযানে গোবরডাঙ্গা নাবিক নাট্যম

নীরেশ ভৌমিক : গত ১ লা অক্টোবর ২০২৩ রবিবার গোবরডাঙ্গা নাট্যমের সমস্ত কুশিলবেরা মিলে স্বচ্ছতাই সেবা নামক একটি অনুষ্ঠানের আয়োজন করে।

গোবরডাঙ্গার পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ করে যমুনা নদীর পাড় সংলগ্ন এলাকায় তারা আবর্জনা পরিষ্কার করে, আবর্জনা মুক্ত ভারত করার লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তারা একটি পদযাত্রাও করে ।

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্যনির্দেশক জীবন অধিকারী জানান আমাদের পার্শ্ববর্তী পরিবেশ আমরা যদি নিজেরাই জঞ্জালমুক্ত এবং সুস্থ রাখতে পারি তাহলেই আমাদের ভারতবর্ষ সুস্থ থাকবে

এবং আমরাও সুস্থ থাকতে পারবো। তিনি আরো বলেন , গান্ধীজীর জন্ম দিবসকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে জঞ্জাল মুক্ত ভারতবর্ষ।

নাবিক নাট্যমের এই অভিযানের সাথে যোগ দিয়েছিলেন এলাকারও বেশ কিছু মানুষ । আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাট্যম সর্বদাই সচেষ্ট।












