শুরু হল হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা, হেলেঞ্চা : সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ১৯৯২ সাল থেকে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পশ্চিমবঙ্গের’ পরিচালনায়। ৩ রা অক্টোবর থেকে ৭ ই অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা।
এবছর প্রায় দুই লক্ষ ছাত্র-ছাত্রী পরীক্ষা দিচ্ছেন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, তারই অংশ হিসাবে ‘হেলেঞ্চা আঞ্চলিক কমিটি’র পরিচালনায় ‘হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়’ এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিগত বছরগুলির ন্যায়
‘হেলেঞ্চা সেন্টারে’ বাগদা ব্লকের ৫০ টি সরকারি – বেসরকারি স্কুল থেকে মোট ৪০২ জন ছাত্রছাত্রী এবছর এই পরীক্ষায় বসছেন।
হেলেঞ্চা আঞ্চলিক কমিটির সম্পাদক শ্রী সুজল বৈদ্য বলেন,- “শিক্ষক রঞ্জিত কুমার রায় মহাশয়ের নেতৃত্বে আমরা হেলেঞ্চায় এই পরীক্ষা পরিচালনা করছি ২০০১ সাল থেকে। এলাকার শিক্ষা অনুরাগী মানুষের সহযোগিতায় এই পরীক্ষাটা খুবই সুন্দরভাবে প্রতিবছর পরিচালন হয়ে থাকে।
ছোট ছোট ছেলে মেয়েদের সঠিক শিক্ষা বা শিক্ষার অগ্রগতির লক্ষ্যে আমরা এই পরীক্ষাটা পরিচালনা করে থাকি। তাদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে সকল ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে শিক্ষাকে ভালোবেসে হেলেঞ্চা সেন্টারে দায়িত্ব সামলায়।
তার মধ্যে আছেন শক্তি দেবনাথ, ইভা সরকার, দীপা হালদার, সত্যজিৎ বালা, শুভজিৎ বিশ্বাস, আকাশ বালা, নব কুমার মল্লিক, মিল্টন মজুমদার সহ আরো ৩০-৩৫ জন ছেলেমেয়ে। সুজল বাবুর আহবান,এলেকার শিক্ষা অনুরাগী মানুষরাও পাশে এসে দাঁড়ায় তাহলে আরো অনেক ছেলেমেয়ে এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে।”
আজ পরীক্ষার প্রথম দিনে রাজ্য কমিটি থেকে পরীক্ষা পর্যবেক্ষক ‘অধ্যাপক ড. প্রহ্লাদ গাইন মহাশয়ের নেতৃত্বে একটা চার জনের টিম হেলেঞ্চা সেন্টারে আসে।
উল্লেখ্য, হেলেঞ্চা সেন্টার থেকে ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা মাধ্যমে শংসাপত্র প্রদান করা হবে আগামী ৮ ই অক্টোবর, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে।