জন্ডিস রোগ দূরীকরণে বসিরহাটে প্রচারাভিযানে ঠাকুরনগর মাইম একাডেমী
নীরেশ ভৌমিক : জেলা ও মহাকুমার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকা থেকে জন্ডিস বা হেপাটাইটিস রোগ দূর করতে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য ও জেলার স্বাস্থ্য দফতর।
বসিরহাট স্বাস্থ্য জেলা মহাকুমার বিভিন্ন ব্লক এলাকায় হেপাটাইটিস দূরীকরণে জেলার লোকশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের কাজে লাগিয়েছে। লোকশিল্পী’গণ গ্রাম ও শহর এলাকার বিভিন্ন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, হাট, বাজার, ফেরিঘাট, রেল স্টেশন, বাসস্ট্যান্ড
ইত্যাদি জনবহুল এলাকায় জন্ডিস রোগ দূরীকরণের প্রচারে নেমেছেন। গত ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর অবধি বসিরহাট স্বাস্থ্য জেলা ও মহাকুমা এলাকায় লোকশিল্পীদের প্রচার চলছে।
অন্যান্য বারের মতো এবারও জেলার অন্যতম সাংস্কৃতিক সংস্থা ঠাকুরনগর মাইম একাডেমী জন্ডিস রোগ দূরীকরণে বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য সাস্থ্য আধিকারিক এর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন অঞ্চলে মূকাভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষজনকে সচেতন করার প্রয়াস চালিয়েছেন।
সংস্থার কর্ণধার চন্দ্রকান্ত শিরালী জানান, বসিরহাট মহকুমার স্বরূপনগর, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, মিনাখা ও সন্দেশখালি ব্লকে প্রচারাভিযানে অংশ নিয়েছেন। প্রচারে নেমে সাধারণ মানুষজনের নিকট থেকে ভালো ছাড়া পেয়েছেন বলে শ্রী শিরালী আরো জানালেন।