“পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম – ২০২৩” শুরু, ভারত সরকারের ভিজিল্যান্স কমিশনের উদ্যোগে
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভারত সরকারের ভিজিল্যান্স কমিশনের উদ্যোগে কলকাতা সেক্টরের অধীন বিএসএফ-এর ১১২, ১১৮, ৮৫, ১০২, ০৫ ও ১৪৫ ইউনিটে পৃথক পৃথক ভাবে আয়োজিত বিভিন্ন শিবির গুলোতে বিএসএফের ভিজিল্যান্স ষ্টাফদের উদ্যোগে মহা-সমারোহে পালিত হল “পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম – ২০২৩।
এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ সীমান্তবর্তী অনুন্নত এলাকার সাধারন মানুষের বিশেষ ভাবে অবহিত কারানো হয়,
কেন্দ্রীয় সরকারি কর্মচারী কোন প্রকার দুর্নীতি করলে বা ক্ষমতার অপব্যবহার করলে তার প্রতিকারের জন্য কোথায় এবং কিভাবে ভারত সরকারের পিআইডিপিআই অফিসে অভিযোগ লিখতে হয়।
বক্তারা আরও জানান, এ ব্যাপারে কোন অভিযোগকারী উক্ত দপ্তরে অভিযোগ করলে তাদের নিরাপত্তার স্বার্থে অভিযোগকারী ব্যক্তির নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হয়।
বিএসএফের এই সতর্কতা ও সচেতনতা সপ্তাহ ১৬ই আগষ্ট ২০২৩ থেকে শুরু হয়েছে এবং কয়েক মাস ধরে চলবে বলে বিএসএফের একটি সুত্র জানান।