কুঠিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে ৯ দিনের প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা করলো গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী রবীন্দ্র নাট্য সংস্থা
নীরেশ ভৌমিক : রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে গোবরডাঙ্গার প্রান্তিক বিদ্যালয়, কুঠিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের শিশুদের নিয়ে ৯ দিনের প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা আজ সমাপ্ত দিন।
গত ৯ই অক্টোবর এই কর্মশালা শুরু হলেও ১৭ ই অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সান্ধ্য কালিন এই অনুষ্ঠানের সূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শংকর দত্ত,
উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বাপি রায়, নাট্য পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য সহ বহু গুণীজন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মানিত করা হয়।
বিদ্যালয়ের শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রবীন্দ্র নাট্য সংস্থার পরিচালিত নাট্য কর্মশালা দ্বারা নির্মিত নাটক “এবার কি হবে” পরিবেশিত হয়। রচনা শান্তনু বন্দ্যোপাধ্যায়, নাটক পরিচালনা করেন সংস্থার দুই নাট্য কর্মী দিব্যেন্দু মণ্ডল ও সমরেশ মল্লিক।
অনুষ্ঠানের শেষে রবীন্দ্র নাট্য সংস্থার একটি প্রযোজনা “হাত গণনা” নাটক মঞ্চস্থ হয়, নাটকটি পরিচালনা করেন বিশ্বনাথ ভট্টাচার্য্য।