গোবরডাঙা মৃদঙ্গম এর বিজয়া উৎসব ২০২৩

নীরেশ ভৌমিক : প্রত্যেক বছরের মতো এবছরেও গোবরডাঙ্গা মৃদঙ্গম বাঙালির সেরা পূজা দুর্গা পূজার শেষে বিজয়ার সুভেচ্ছাকে মাথায় রেখে গত ২৬শে অক্টোবর ২০২৩ তাঁদের নিজস্ব মহলা কক্ষে বিজয়া উৎসব ২০২৩ এর আয়োজন করেছিল, এ বছর এই উৎসব ৬ষ্ট বর্ষে পদার্পণ করে।

প্রত্যেক বছর দুর্গা প্রতিমার বিসর্জনের মাধ্যমে আমরা যে আমদের মনের রাগ, ক্ষোভ, হিংসা, ক্রোধ, কাম ইত্যাদি অসুর কে বিসর্জন দিয়ে

নতুন মন নিয়ে একে অপরের সাথে কোলাকুলি করে থাকি সেই ভাবনাকে মাথায় রেখেই গোবরডাঙা মৃদঙ্গম এর এই উৎসব এর আয়োজন।

এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়, গোবরডাঙ্গার বিশিষ্ট নাট্য গবেষক, সাংবাদিক, শিক্ষক মানিনীয় শ্রী পবিত্র মুখোপাধ্যায় মহাশয়, কলকাতার বহুরুপী নাট্য সংস্থার দীর্ঘ ৩৫ বছরের বিশিষ্ট নাট্যকর্মী

মাননীয় শ্রী অসিত বরণ সরকার মহাশয়, এছারাও উপস্থিত ছিলেন কিছু স্থানীয় নাট্য বন্ধু। অসিত বরণ সরকার ও মনস্বিতা সুরকার এর যৌথ উপস্থাপন “দুর্গা আগমনী” এই অনুষ্ঠানের মাত্রা অনেক উঁচুতে পৌঁছেদেন।

এছাড়া গোবরডাঙ্গা মৃদঙ্গম এর সদস্যরা নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, মূকাভিনয়, গল্পোপাঠ, নাটক পাঠ উপস্থাপন করেন। সব মিলিয়ে এই দিনটি ছিল খুব জমজমাট। সর্ব শেষে সংস্থার কর্ণধার শ্রী বরুণ কর মহাশয় সকলকে

বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং আগামী বছরেরও তাঁদের কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা বজায় রাখবেন সেই অঙ্গিকারও করেন।













