ডিফেন্স নিউজদেশরাজ্য

সকল ক্ষেত্রে সততার অঙ্গীকার, দেশের সুরক্ষা, অখণ্ডতা বজায় রাখা সহ অত্যন্ত কঠোরতার সাথে দুর্নীতির ঘটনাগুলির মোকাবেলা করার আনুষ্ঠানিক শপথ গ্রহন বিএসএফের ভিজিল্যান্স কমিশনের 

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দুর্নীতিই হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান বাধা।

সেকারনে যে কোন সরকারী, বেসরকারী সেক্টরের মতো সকল সংস্থা থেকে দুর্নীতি নির্মূল করতে সঙ্গবদ্ধ ভাবে এক সঙ্গে কাজ করতে হবে।

ঠিক এই লক্ষকেই সামনে রেখে ভারত সরকারের বিএসএফের ভিজিল্যান্স কমিশনের উদ্যোগে সকল ক্ষেত্রে সততার অঙ্গীকার, দেশের সুরক্ষা, অখণ্ডতা বজায় রাখা সহ অত্যন্ত কঠোরতার সাথে দুর্নীতির ঘটনাগুলির মোকাবেলা করার আনুষ্ঠানিক শপথ গ্রহন করে।

এ উপলক্ষ্যে ভিজিল্যান্স কমিশন কলকাতা সেক্টরের অধীনে থাকা ১১২, ১১৮, ৮৫, ১০২, ০৫,ও ১৪৫ নং বাটালিওনের জওয়ানরা ভিজিল্যান্স সপ্তাহ ৩০ শে অক্টোবর থেকে ৫ ই নভেম্বর পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন প্রোগ্রাম – ২০২৩ পালন করে।

সেই সাথে নৈতিকতার প্রশ্নে সমাজ থেকে দুর্নীতি নির্মূলের স্বার্থে ভিজিল্যান্স কমিশন কলকাতা সেক্টরের কার্যক্রমকে মানুষের বিশেষ ভাবে অবহিত কারানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *