ড্রেনের মধ্যে বস্তা ভর্তি রেশন কার্ড, ভোটার আই কার্ড, আঁধার কার্ডের মত বিভিন্ন সরকারী নথি !
গৌরব কর্মকার : বাগদা, অশোকনগর থানার মানিকতলা এলাকার ড্রেনের মধ্যে থেকে উদ্ধার হল ভোটার আই কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন সরকারী নথি সম্বলিত তিনটি বস্তা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। কে বা কারা করলো এই কাজ ?
উদ্ধারকৃত সরকারী নথির বেশির ভাগই ছিল বাগদা ব্লকের মানুষের। জানা গেছে গত শনিবার ভোরে উক্ত এলাকার এক ব্যক্তি দেখের যে ড্রেনের নোংরা জল ওভারফ্লো হয়ে রাস্তায় উঠে আসছে। পরে স্থানীয়রা ড্রেনের স্লাব তুলে দেখতেই চক্ষু চড়কগাছ। ড্রেনের ভেতরে আটকে রয়েছে বেশ কয়েকটি বোঝাই করা পলিথিনের বস্তা। আর সে গুলো খুলতেই বেরিয়ে আসে এসকল সরকারী নথি।
খবর যায় পুলিশে, বস্তা খুলতেই তারা দেখেন প্রচুর পরিমানে ভোটার আই কার্ড, আঁধার কার্ড, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, খাদ্য সুরক্ষার কুপন ইত্যাদি সরকারী নথি রয়েছে বস্তা গুলোতে। যা নাকি অধিকাংশই বাগদা ব্লকের মানুষের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।