ওয়েষ্ট বেঙ্গল ষ্টেট ন্যাশনাল স্কুল গেমস্ ২০২৩- ২০২৪ -এ প্রতিদ্বন্দিতা করার যোগ্যতা অর্জন করলো বাগদার রণঘাট অঞ্চল উচ্চবিদালয়ের ছাত্র জনিফ ইসলাম বিশ্বাস ও ছাত্রী পূজা বিশ্বাস
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ওয়েষ্ট বেঙ্গল ষ্টেট ন্যাশনাল স্কুল গেমস্ ২০২৩- ২০২৪ -এ প্রতিদ্বন্দিতার লক্ষ্যে গত ১৬ই নভেম্বর উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি হাজীনগর আদর্শ হিন্দি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জেলা পর্যায়ের তাইকন্ডো সিলেকশনের ট্রায়াল।
এই ট্রায়ালে উত্তর ২৪ পরগনা জেলার ৬টির মধ্যে ৫টি সাব-ডিভিশন যথাক্রমে বনগাঁ, বারাসাত, বসিরহাট, ব্যারাকপুর ও বিধান নগর থেকে মোট ৭৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে বলে জানা গেছে। এই মধ্যে বনগাঁ সাব-ডিভিশন থেকে ৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।
তার মধ্যে রণঘাট অঞ্চল উচ্চবিদালয়ের ছাত্র আন্ডার ১৭ জনিফ ইসলাম বিশ্বাস ও ছাত্রী আন্ডার ১৭ পূজা বিশ্বাস রাজ্য পর্যায়ে খেলার জন্য নির্বাচিত হয়। তাদের কোচ হিসাবে উপস্থিত ছিলেন, কোচ-জহিরুল ইসলাম বিশাস।