স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণে বেসকারি হাসপাতাল বা নার্সিংহোম গুলির কোনও প্রকার টালবাহানা বা অবহেলা বরদাস্ত করা হবে না।-মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পারফেক্ট টাইম রিপোর্টার ওমর ফারুক : স্বাস্থ্যসাথী রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পে রয়েছে সকল বেসকারি হাসপাতাল বা নার্সিংহোমে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সংক্রান্ত ছাড়ের ব্যবস্থা। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত বিরোধী ও সমালোচকদের সকল বিতর্কে জল ঢেলে দিয়ে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে ঘোষনা দেন যে, বেসকারি হাসপাতাল বা নার্সিংহোম গুলোর স্বাস্থ্যসাথী কার্ড নেওয়ার ব্যাপারে কোনও প্রকার টালবাহানা বা অবহেলা বরদাস্ত করা হবে না।
স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবায় যদি তারা কোন প্রকার গড়িমসি করে তাহলে বাতিল হতে পারে তাদের চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্সও। বেসকারি হাসপাতাল বা নার্সিংহোম গুলির উপর মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কঠোরতম ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের খেটে খাওয়া সাধারন মানুষেরা।