নির্বাচন ও নির্বাচক বিষয়ক সেমিনার গাইঘাটার ঠাকুরনগর কলেজে
নীরেশ ভৌমিক : ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। দেশের গণতন্ত্রকে আরোও শক্তিশালী করে তুলতে ভোটার সংখ্যাও বৃদ্ধি করতে হবে। ১৮ ঊর্ধ্ব সকল যুবক-যুবতীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। সেই লক্ষ্যেই গত ১ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন ও নাম নথিভুক্তকরণ কর্মসূচী।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে এ রাজ্যেও চলছে এই কর্মসূচী। চলবে আগামী ৩ ডিসেম্বর অবধি। প্রতি সপ্তাহে শনি ও রবিবার পালিত হচ্ছে এই বিশেষ কর্মসূচী। গত ২৫ অক্টোবর বনগাঁ লোকসভা কেন্দ্রের গাইঘাটা বিধানসভার ক্ষেত্রে ঠাকুরনগর পি, আর ঠাকুর সরকারি মহাবিদ্যালয়ে ব্লকের বিডিও এবং নির্বাচন দপ্তরের ব্যবস্থাপনায় কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক (ভূমি সংস্কার) দিব্যা লোগানাথন, বনগাঁ মহাকুমার নবাগত মহাকুমা প্রশাসক উর্মি দে বিশ্বাস, গাইঘাটা বিধানসভার ইআরও আশিষ রায়, আধিকারিক সুরজিৎ রায়, ছিলেন গাইঘাটার নবনিযুক্ত বিডিও নীলাদ্রি সরকার, জয়েন্ট বডিও কার্তিক রায়,
ব্লকের পঞ্চায়েত আধিকারিক সৌমেন্দ্রনাথ মন্ডল (পাওল, ব্লকের অন্যান্য আধিকারিক’গণ এবং কলেজের অধ্যক্ষ স্বপন সরকার সহ অধ্যাপকগণ। বিশিষ্ট আধিকারিক’গণ সমবেত শিক্ষার্থীগনের সামনে ভারতবর্ষের গণতন্ত্র, নির্বাচন ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করেন এবং সেই সঙ্গে দেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার এবং ১৮ বৎসর পার হলেই নির্বাচক তালিকায় নাম তোলার আহ্বান জানান।
এদিন গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচক ইত্যাদি বিষয়ের উপর কলেজের উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতা প্রশ্নোত্তর ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় সফল প্রতিযোগী’গণের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত উচ্চপদস্থ আধিকারিকগণ।
বিষয়ের উপর বক্তব্য প্রদানের মাধ্যমে সমবেত পড়ুয়াগনকে উৎসাহিত করেন কলেজের অধ্যক্ষ স্বপন বাবু। এদিনের নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীগনের মধ্যে বেশ উৎসাহ এবং আগ্রহ চোখে পড়ে।