হস্তশিল্পীদের তৈরি সামগ্রীর উন্নয়ন ও বিক্রয়ের পাশাপাশি ক্রেতা ও কারিগরদের মধ্যে সচেতনতার লক্ষ্যে অনুষ্ঠিত হল নাবার্ড হস্তশিল্পোৎসব – ২০২৩।
নীরেশ ভৌমিক : পশ্চিমবঙ্গের নাবার্ড আঞ্চলিক কার্যালয়ের পরিচালনায় কলকাতার নিউটাউন মেলা প্রাঙ্গনে গত ২৪ শে নভেম্বর থেকে শুরু হল হস্তশিল্প মেলা, চলবে আগামী ২ রা ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।
এই মেলায় পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মোট ১৩০ জন আর্টিশিয়ান তাদের সামগ্রী নিয়ে মেলাতে অংশগ্রহণ করেন। এছাড়াও জি.আই. ট্যাগ যুক্ত পণ্যের পৃথক একটি গ্যালারিও করা হয়। ২৪ শে নভেম্বর ২০২৩ , শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক ডিরেক্টর শ্রী আর.কেশবন।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উষা রমেশ সি.জি.এম. নাবার্ড (ডাব্লু.বি.আর.ও.), শ্রী অরূপ কুমার সি.জি.ও., এস.আই.ডি.বি.আই., দীপমালা ঘোষ জেনারেল ম্যানেজার, নাবার্ড- পশ্চিমবঙ্গ ও অন্যান্য আধিকারিকগন।
নাবার্ড সর্বদা গ্রামীন অর্থনীতির উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য নাবার্ড সম্পূর্ণ বিনা খরচে নানা মেলা ও রুরাল মার্ট গুলোতে পাঠায়।
নাবার্ডের আঞ্চলিক ম্যানেজার দীপমালা ঘোষ বলেন ; স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তাদের পণ্য সামগ্রী বিক্রি করতে বা বাজার পেতে কষ্ট করতে হয়। তাই নাবার্ড থেকে বিভিন্ন মেলায় তাদের পাঠানো হয়। নাবার্ড হস্ত শিল্প মেলায় প্রতিদিন বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়ে ছিল।
সমগ্র মেলাটির তত্ত্বাবধানে ছিল গোবরডাঙা সেবা ফার্মার্স সমিতি। এই মেলায় আসা সকল আর্টিশিয়ানদের মধ্যে খুবই উৎসাহী দেখা যায়। মেলার শেষ দিনে আর্টিশিয়ানদের হাতে নাবার্ডের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সংশাপত্র।