গ্রামের খবরসাহিত্য ও সংস্কৃতি।

শসাডাঙা প্রাথমিকে আহার ঘরের উদ্বোধন ইলা বাগচির

নীরেশ ভৌমিক: গাইঘাটা চক্রের উল্লেখযোগ্য শসাডাঙা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চায়েত সমিতি প্রদত্ত প্রায় চার লাখ টাকা ব্যয়ে নির্মিত পড়ুয়াদের মধ্যাহ্নকালীন আহার ঘরের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাকচি।

গত ১২ ডিসেম্বর মধ্যাহ্নে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী’গণ আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সভাপতি শ্রীমতি বাকচি ফিতে কেটে নবনির্মিত সুসজ্জিত আহার ঘরের উদ্বোধন করেন।

ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মধুসূদন সিংহ, পূর্ত কর্মাধ্যক্ষ নিরুপম রায়, মৎস্য কর্মাধ্যক্ষ অঞ্জনা বৈদ্য, গ্রাম শিক্ষিকা কমিটির চেয়ারম্যান তপতী ঘোষ, শিক্ষানুরাগী মৃত্যুঞ্জয় সরদার প্রমূখ। উপস্থিত ছিলেন, পড়ুয়াদের অভিভাবক সহ গ্রামবাসী’গণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলাল সরকার সকলকে স্বাগত জানান। সহকর্মী শিক্ষক-শিক্ষিকা’গণ বিশিষ্ট ব্যক্তিগণকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। ছোট-বড় সকল পড়ুয়াগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমন্ত্রিত অতিথি বৃন্দকে সংগীত, নৃত্য ও ছড়ার গানের মধ্যে দিয়ে শ্রদ্ধা ও সম্মান জানান।

এরপর আহার ঘরে সমবেত ছাত্র-ছাত্রীদের পাতে ভাত, ডাল ও ডিমের কারি তুলে দেন সভাপতি শ্রীমতি বাকচি সহ সমিতির কর্মাধ্যক্ষ’গণ। সভাপতি ইলা দেবী সকলেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী’গণের অসামান্য প্রয়াসকে সাধুবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *